দুই দফতরের কাজে খুশি প্রতিনিধিদল

রাজ্যের পিডব্লুডি ও পিএইচই স্ট্যান্ডিং কমিটি দু’দিন ধরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখে রীতিমতো সন্তুষ্ট।

Must read

সংবাদদাতা, দিঘা : রাজ্যের পিডব্লুডি ও পিএইচই স্ট্যান্ডিং কমিটি দু’দিন ধরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখে রীতিমতো সন্তুষ্ট। কমিটির চেয়ারম্যান বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বুধবার কাঁথি, এগরা ও নন্দকুমার এলাকার পূর্ত ও জনস্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করে। দিঘা-কাঁথি প্রস্তাবিত মেরিন ড্রাইভের সমুদ্রে সংযোগকারী শঙ্করপুর মৎস্যবন্দর লাগোয়া নায়েকালি, তাজপুর সৈকত লাগোয়া জলধা ব্রিজের কাজ পরিদর্শন করে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সফর ঘিরে টগবগে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া দিদির সঙ্গেই

রামনগর ১ ব্লকের গোবরা পঞ্চায়েতের পানীয় জল প্রকল্পের কাজও দেখে। তার আগে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবনে জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দুই দফতরের আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে বিধায়ক, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করে। বর্ষার আগে কোন কোন রাস্তা কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে তার তালিকা তৈরি হয়। জেলাশাসক বলেন, ‘কাজ দেখে কমিটি সন্তুষ্ট।’ বৈঠকে ছিলেন বিধায়ক উত্তম বারিক, মহকুমা শাসক আদিত্যবিক্রম মোহন হিরানি, সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান প্রমুখ। বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ‘পূর্ত দফতর দারুণ কাজ করছে। জলপ্রকল্পের কাজের অগ্রগতিও ভাল।’

Latest article