সংবাদদাতা, বহরমপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের চাহিদা বরাবরই। ৪১তম মুর্শিদাবাদ জেলা বইমেলায় আবার তার প্রমাণ মিলল। মেলায় ‘জাগোবাংলা’র স্টলে মুখ্যমন্ত্রীর লেখা ‘বিপন্ন ভারত’ বইটি কিনতে প্রথম দিনই মানুষের আগ্রহ লক্ষ্য করার মতো ছিল।
আরও পড়ুন-পৌষমেলা ভণ্ডুলকারীকে আক্রমণ পূর্ণেন্দুর, উপাচার্য হওয়ার যোগ্যতা ওঁর নেই
বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে রবিবার বিকেলে উদ্বোধন করলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি মেলা চলবে। ৭৫টি স্টল হয়েছে। সিদ্দিকুল্লা জানান, গতবার বহরমপুরের বইমেলায় প্রায় ৮৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। এবার আরও বেশি বিক্রির আশা করা হচ্ছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যবই পড়ার সুযোগ করে দিচ্ছে জেলা লাইব্রেরি।
মেলা থেকে ১৫ লক্ষ টাকার বই কিনবে জেলার গ্রন্থাগার। উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মন্ত্রী সুব্রত সাহা, সাংসদ আবু তাহের খান, ড. সুজাতা বন্দ্যোপাধ্যায়, শাওনি সিংহরায় প্রমুখ উপস্থিত ছিলেন।