মৌমাছি-চাষে লাভের রাস্তা দেখাচ্ছে কৃষি দফতর

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : লাভের মুখ দেখতে অভিনব রাস্তা দেখাচ্ছে কৃষি দফতর। তা হল মৌমাছির চাষ (Bee Farming) বা মৌমাছি প্রতিপালন। দক্ষিণ দিনাজপুর জেলার মূলত গঙ্গারামপুর ব্লকের একাধিক জায়গায় ইতিপূর্বে মৌমাছি-চাষ দেখা গেলেও এবার কৃষি দফতরের উদ্যোগের কুশমন্ডি ব্লকের একাধিক জায়গায় শুরু হতে চলেছে মৌমাছি-চাষ। গতানুগতিক চাষের পাশাপাশি কুশমন্ডি ব্লকের কৃষকদের মৌমাছি চাষে আগ্রহী করে তুলতে কুশমন্ডি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৭ জন কৃষকদের হাতে মৌমাছি-চাষের বাক্স ইতিমধ্যেই তুলে দিয়েছে কৃষি দফতর।

আরও পড়ুন – ওষুধ দোকানেই এবার মিলতে পারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন 

কীভাবে একটি বাক্সের মধ্যে মৌমাছি-চাষ হবে তার উপায় কৃষকদের বলে দিয়েছেন বিশেষজ্ঞরা। মৌমাছি চাষের (Bee Farming) বাক্স পেয়ে দীননাথ সরকার, কালিকামোড়া গ্রাম পঞ্চায়েতের বিপুল গোস্বামীরা জানিয়েছেন, এই বাক্সের মাধ্যমে তাঁরা মৌমাছির চাষ করে ১৫-২০ দিনে ৫-৬ কেজি মধু পেতে পারেন। যা বাজারে বিক্রি করে তাঁদের আর্থিকভাবে সাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কৃষি দফতরের এডিএ বিক্রমদীপ ধর জানিয়েছেন, মৌমাছি-চাষের মাধ্যমে কৃষকদের লাভের মুখ দেখাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন , ‘চাষীদের রোজগারের অভিনব উপায়ের চিন্তা করতে গিয়েই মৌমাছি চাষের কথা ভাবি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি কারণ চাষীদের কাছ থেকে মধু কিনে এখানকার অনেক বাসিন্দা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। এককথায় রোজগারের নতুন পথ তৈরি করাই আমাদের উদ্দেশ্য।’

Latest article