সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : দেশের স্বাধীনতা সংগ্রামে অমর মেদিনীপুরের সন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভূমি কেশপুরের মোহবনি গ্রামকে এবার সাজিয়ে তুলছে রাজ্য সরকার। সরকারের উদ্যোগে এই উদ্দেশ্যে আগেই তৈরি করা হয়েছে মোহবনি উন্নয়ন পর্ষদ।
আরও পড়ুন-কয়লা উত্তোলনের পাশাপাশি দ্রুত শুরু হবে জমিদাতাদের পুনর্বাসন, জানালেন জেলাশাসক
সেই ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমেই সরকারের বরাদ্দ কয়েক কোটি টাকায় বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে বিপ্লবী ক্ষুদিরামের জন্মগ্রাম মোহবনিতে। সেখানে তৈরি হচ্ছে রাস্তা, নিকাশি নালা। গ্রামজুড়ে বিভিন্ন এলাকায় বসছে বাতিস্তম্ভ। রাজ্যের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে মোহবনি পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর নানা পরিকল্পনাও করা হয়েছে। জেলা ও কেশপুর প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, মোহবনি এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তি বসানো হয়েছে। ঢেলে সাজছে ক্ষুদিরামের স্মৃতিতে তৈরি শিশুউদ্যান। এছাড়াও পাশের পুকুরটিরও সংস্কার করে সাজানো হচ্ছে।