প্রতিবেদন : সঠিক সময়ে চার্জশিট দিতে পারেনি সিবিআই। জামিন পেয়েছে অন্যতম দুই অভিযুক্ত। তাও বিচারের দাবিতে ধর্মতলায় ধরনা শুরু হয়েছে চিকিৎসকদের। ধরনার মেয়াদ বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন ডাক্তাররা। সেখানে বারবার সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে ডাক্তারদের ধরনা নিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-কংগ্রেসকে বাদ দিয়েই গড়া হোক ইন্ডিয়া জোট, দাবি কেজরিওয়ালের
তিনি ভার্চুয়াল সওয়ালে বলেন, আন্দোলনকারী চিকিৎসক তো এখন বিজ্ঞাপনের মডেল! তাঁর সিনেমাও বেরচ্ছে। আবার হাসপাতালের কথায় ৬ লক্ষ টাকার বিল বানিয়ে দিচ্ছেন চিকিৎসক। যার মধ্যেই ৪ লক্ষ টাকা ওই ডাক্তারের ফিজ। চিকিৎসকদের এই অবস্থা দেখে মানুষ তাঁদের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামবেন না? ধরনায় চিকিৎসকদের আদালত অবমাননা নিয়ে রাজ্যের বক্তব্য, গার্ডরেলের বাইরে গ্র্যাফিটি করে বিক্ষোভের এলাকা বাড়ানো হচ্ছে। যারা গ্র্যাফিটি বানায়, যারা গাড়ি আটকায়, তারা কি আদৌ চিকিৎসক?