ফুলের চারায় রোজগারের দিশা

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নার্সারি এখন রাজ্যের পাশাপাশি বিদেশেও বাজার কাঁপাচ্ছে। চলতি মরশুমে তাই সাজ সাজ রব।

Must read

সুনীতা সিং, বর্ধমান: পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নার্সারি এখন রাজ্যের পাশাপাশি বিদেশেও বাজার কাঁপাচ্ছে। চলতি মরশুমে তাই সাজ সাজ রব। বিহার, ঝাড়খণ্ডে লরি করে পাঠানো হচ্ছে ফুলের চারা। ভোর হতেই ঝাঁপিয়ে পড়ছেন বহু যুবক। কেউ ফুলের চারা নিয়ে ট্রেনে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছেন৷ রয়েছে গাঁদা, গোলাপ, টগর, ক্যালেনডুলা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুলের চারা। এগুলো বিক্রি করে বহু বেকার আয়ের পথ খুঁজে পেয়েছেন৷ বিকল্প চাষ হিসেবে অনেকেই ফুলচাষকে বেছে নিয়েছেন।

আরও পড়ুন-১,৫০০ নিয়োগ

পূর্বস্থলী ও আশপাশের প্রায় কয়েক হাজার বেকার যুবক এখন মরশুমি ফুলের চারা বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন। পূর্বস্থলী থেকে প্রথমে চারাগুলো হাওড়া পাঠানো হচ্ছে। সেখান থেকে বিভিন্ন রাজ্যে। ফুলচাষিরা জানিয়েছেন, সম্প্রতি বৃষ্টির জন্য তাঁরা আতঙ্কিত ছিলেন। এখন সব ঠিক আছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী ২ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরনের ফুলচাষ চলছে। বিশেষ করে গাঁদাফুল। মেড়তলা, ঝাউডাঙা অঞ্চলের হালতাচড়া, পলাশপুলি প্রভৃতি এলাকায় বেশি ফুলচাষ হয়। এখান থেকে ফুল নদিয়া জেলার বেথুয়াডহরি, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে যায়। কয়েক হাজার বিঘা জমিতে প্রায় দুশোর কাছাকাছি নার্সারি রয়েছে৷

Latest article