বাম-বিজেপির অতৃপ্ত আত্মারা ছিলেন যুবভারতীর প্রতিবাদে, খসে পড়ল মুখোশ

সেদিন প্রতিবাদে শামিল হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত কিছু মুখ। প্রতিবাদে ধরা পড়েছে বাম-রাম যুগলবন্দির ছবি।

Must read

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের আবহে বাঙালির আবেগের ডার্বি বাতিল হয়েছিল। তার জেরেই দুই ক্লাবের কিছু সমর্থক জমায়েত হয়েছিল প্রতিবাদে। সেই প্রতিবাদ যে আদতে ফুটবলপ্রেমীদের ছিল না, সেই ভিড়ে লুকিয়েছিল রাজনৈতিক নেতা-নেত্রীরাই, সেই মুখোশ খুলে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি প্রকাশ করে দিলেন বাম-বিজেপির চক্রান্ত।
যুবভারতীর ভিআইপি গেটের সামনে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ামাত্রই প্রশ্ন উঠেছিল, এই ভিড়ে কি শামিল হয়েছিলেন শুধুমাত্র ফুটবলপ্রেমীরাই? নাকি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই একদল জমায়েত হয়েছিল? বিভিন্ন ছবিতে বা ফুটেজে ধরাও পড়েছে তেমনই চিত্র।

আরও পড়ুন-সন্দীপের নামে জোড়া মামলা, আরজি করে অনিয়মের অভিযোগে তলব লালবাজারে, সাতদিনেও অগ্রগতি নেই সিবিআই তদন্তে

সেদিন প্রতিবাদে শামিল হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত কিছু মুখ। প্রতিবাদে ধরা পড়েছে বাম-রাম যুগলবন্দির ছবি। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দু’টি ছবি পোস্ট করেন। যেখানে একটি ফ্রেমে দেখা যাচ্ছে, বিনোদন জগতের দুই বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব ঊষসী চক্রবর্তী ও সৌরভ পালোধিকে। তাঁরা আরজি কর-কাণ্ডের বিচার চাইতে এসে গুটিকয়েক লোকজন নিয়ে হাসিমুখে সেলফি তুলছেন। চোখে-মুখে কোথাও সমবেদনার ছাপ পর্যন্ত নেই। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে লোকসভা ভোটে জামানত বাজেয়াপ্ত হওয়া সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে। তিনিও হাসিমুখে পোজ দিতেই ব্যস্ত। তাঁরা নাকি প্রতিবাদী! এ-প্রসঙ্গে কুণাল ঘোষ সাফ জানান, কোনও প্রকৃত ক্রীড়াপ্রেমী জার্সি পরে রাজনৈতিক স্লোগান দিতে পারেন না। হাসিমুখে কমরেডরা সেলফি তুলতে গিয়েছিলেন, ফটোসেশন করছিলেন। এরা সব বাম-বিজেপির অতৃপ্ত আত্মা। তিনি ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে ক্যাপশন দেন, আরজি কর-কাণ্ডে বিচার চাইতে যুবভারতীতে। চোখে-মুখে উদ্বেগ। চিন্তা। অশ্রু। তৃণমূল খুব খারাপ। শুধু আমাদের কমরেডদের অধিকার গভীর শোকপ্রকাশ করে ভেঙে পড়ার। আমরাই বিপ্লবী। আর হ্যাঁ, প্রতিবাদটা অরাজনৈতিক।

Latest article