২ লক্ষ চাষিকে শস্যবিমার আওতায় আনতে উদোগী জেলা প্রশাসন

দক্ষিণ দিনাজপুর জেলার ২ লক্ষ কৃষককে বাংলার শস্যবিমার আওতায় আনতে উদ্যোগী জেলা প্রশাসন। খুব শীঘ্রই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে

Must read

সংবাদদাতা, বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলার ২ লক্ষ কৃষককে বাংলার শস্যবিমার আওতায় আনতে উদ্যোগী জেলা প্রশাসন। খুব শীঘ্রই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। শুক্রবার শস্যবিমার বিষয়ে কৃষকদের জানাতে একটি ট্যাবলোর উদ্বোধন হয় এই উদ্বোধন অনুষ্ঠানেই এই পরিকল্পনার কথা জানান জেলাশাসক বিজিন কৃষ্ণা।

আরও পড়ুন-ডাম্পিং গ্রাউন্ডে লাগানো হবে অর্কিড, গোলাপ

গম, সরিষা, মুসুর, আলু প্রভৃতি চাষে বিমার আওতাভুক্ত হওয়ার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর এবং বোরো চাষে বিমার আওতাভুক্ত হওয়ার শেষ তারিখ আগামী ৩১ জানুয়ারি বলে জানানো হয় এদিন। জেলাশাসক বলেন, কৃষকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে। আগামী দিনে রয়েছে অনেক পরিকল্পনাও। এই পরিকল্পনারই একটি উদাহরণ হল ট্যাবলোর সূচনা। কী ধরনের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা? নাম নথিভুক্ত কীভাবে করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর ট্যাবলোয় পাবেন কৃষকেরা বলে জানান তিনি। ট্যাবলোয় প্রচার চলবে জেলা জুড়ে। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলার ৪০ হাজার কৃষক ইতিমধ্যেই বাংলার শস্যবিমায় নাম নথিভুক্ত করেছে

Latest article