রবিশস্য চাষে উৎসাহ জেলা কৃষি দফতরের

বৃষ্টি (Rain) কম হওয়ায় মুর্শিদাবাদের (Murshidabad) ৩০ শতাংশ জমি অনাবাদী। এই পরিস্থিতিতে চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বৃষ্টি (Rain) কম হওয়ায় মুর্শিদাবাদের (Murshidabad) ৩০ শতাংশ জমি অনাবাদী। এই পরিস্থিতিতে চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন। অনাবাদী জমিতে রবিশস্য (Rabi crops) চাষের উদ্যোগ নেওয়ায় জোর দিচ্ছে কৃষি দফতর। তাদের পরামর্শে আশ্বিনের শুরু থেকেই ডাল শস্য চাষের জমি প্রস্তুত করে নিচ্ছেন জেলার বহু চাষি। জেলায় বহু জমিতে কলাই চাষ হয়।

আরও পড়ুন-কুর্মি-বিক্ষোভে ৭২ ঘণ্টা বন্ধ রেল ও সড়ক, দুর্ভোগ মানুষের, খাদ্যে টান, জট খুলতে এগোল রাজ্য

অক্টোবরের শুরুতেই কলাই বীজ ছড়িয়ে দেবেন চাষিরা। এছাড়া মসুর, খেসারি, মুগ, ছোলা চাষ শুরু করে দিয়েছেন অনেকে। জেলার উপ কৃষি অধিকর্তা মোহনলাল কুমার বলেন, এবার জেলার ৬৭ শতাংশ জমিতে ধান লাগানো হয়েছে। বাকি জমিতে আগেভাগে রবিশস্যের চাষ করবেন চাষিরা। এখনই জমি তৈরি করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কলাই বীজ ছড়িয়ে দিতে পারেন চাষিরা। ফলে আগেভাগে কলাই তুলে নিয়ে ভাল লাভবান হবেন তাঁরা। চাষিরা বলেন, ক্ষতি পুষিয়ে যাবে ডালশস্য চাষে।

Latest article