সমঝোতা নয় মানে, উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বার্তা দিলেন জেলাশাসক

প্রতিটি প্রকল্পের কাজের মানের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না। উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন জেলাশাসকের।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : প্রতিটি প্রকল্পের কাজের মানের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না। উন্নয়ন বিষয়ক পর্যালোচনা বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন জেলাশাসকের (district magistrate)। জেলার এই পর্যালোচনা বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসকেরা, জেলার তিন মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি এবং অন্য আধিকারিকেরা।

আরও পড়ুন-দ্রুত চিহ্নিত করে দেওয়া হবে শংসাপত্র, চিকিৎসা পরিষেবা ও ভাতা, জেলার অটিস্টিক শিশুদের সুরক্ষায় রাজ্য

বৈঠকে ১৫তম অর্থ কমিশনের তহবিল ব্যবহার এবং সামগ্রিক অবস্থা, কর্মশ্রী, পথশ্রী প্রকল্পের পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অন্যান্য প্রকল্পের কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। স্বাস্থ্য বিষয়ক কার্যনির্বাহী কমিটির একটি বৈঠকও হয়। বৈঠকে জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে পর্যালোচনা করা হয়। সরকারি হাসপাতালগুলিতে রোগীরা যাতে ভাল মানের স্বাস্থ্য পরিষেবা পান সে-ব্যাপারে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও নার্সিং স্টাফদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মেদিনীপুর জেলার বিভিন্ন প্রকল্পের কাজ ধীর গতিতে চলায় জেলাশাসক প্রতিটি দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বার্তা দিলেন। বুধবারের এই বৈঠকের পর দ্রুতগতিতে কাজ সম্পন্ন হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Latest article