শীঘ্র খুলে যাচ্ছে রাজ্য সরকারের ড্রাইভিং ট্রেনিং সেন্টারের দরজা

থিওরি এবং প্র্যাকটিক্যাল, দু’রকমই ক্লাসের ব্যবস্থা থাকবে। যাঁরা প্রশিক্ষণ নিতে আসবেন, তাঁদের জন্য হস্টেলের সুবিধাও থাকছে।

Must read

প্রতিবেদন : পথ দুর্ঘটনায় রাশ টানতে রাজ্য সরকারের প্রস্তাবিত গাড়িচালকদের প্রশিক্ষণ কেন্দ্র খুব শীঘ্রই দরজা খুলে দিচ্ছে। দক্ষিণ কলকাতার বেহালায় প্রস্তাবিত ওই কেন্দ্র তৈরির কাজ শেষের পথে। চলতি বছরের শেষের দিকেই প্রশিক্ষণের কাজ শুরু হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার তৈরির ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ। এখানে সব ধরনের আধুনিক সুযোগ, সুবিধা থাকবে। আরএফআইডি বা রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। থাকবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা। থিওরি এবং প্র্যাকটিক্যাল, দু’রকমই ক্লাসের ব্যবস্থা থাকবে। যাঁরা প্রশিক্ষণ নিতে আসবেন, তাঁদের জন্য হস্টেলের সুবিধাও থাকছে।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য ফের বুলডোজার অ্যাকশন যোগীর

পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, গাড়ি চালানো ছাড়াও একজন আদর্শ ড্রাইভার হওয়ার জন্য যে সব বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার সেগুলো সম্পর্কে ধারনা তৈরি করার জন্য নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে রয়েছে, বিহেভিয়েরাল প্র্যাক্টিসেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক্স, ইমার্জেন্সি হ্যান্ডলিং টেকনিক, কার মেনটেন্যান্স ও জ্বালানি সাশ্রয়, পরিবেশ ও দূষণ এবং কেস স্টাডির মাধ্যমে কোন কোন কারণে দুর্ঘটনা ঘটে সেটা ভালো করে উপলব্ধি করতে পারবেন শিক্ষনবীশ চালকরা।
নবান্নের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা মেনেই বেহালায় আধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার তৈরি হচ্ছে। এখানে যাঁরা প্রশিক্ষণ দেবেন তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাশ। এ ছাড়াও ড্রাইভিংয়ে কম করে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিকসের সার্টিফিকেট অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। আগামী দিনে, প্রতিটি জেলা সদরে একটি করে ড্রাইভিং ট্রেনিং সেন্টার বানানো হবে। এগুলি পরিচালিত হবে পিপিপি মডেলে।

Latest article