প্রতিবেদন : ভোটের দামামা বেজে গেল মোহনবাগানে। শনিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে। গত ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সৃঞ্জয়-সহ বেশ কয়েকজন সদস্য নিয়ম মেনে নির্ধারিত সময়ে ক্লাবে নির্বাচন করার দাবি জানিয়েছিলেন। কারণ, ২৫ মার্চ শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। তাই এদিন সৃঞ্জয়ের বক্তব্য শোনা হয় বৈঠকে। প্রাক্তন সচিব লিখিতভাবেও তাঁর বক্তব্য ক্লাবকে জানিয়েছেন। এদিন বৈঠকে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। তবে চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যানের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। নির্বাচনী বোর্ড ভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে।
আরও পড়ুন-ইতিহাসের সামনে সতর্ক মোলিনা
নির্বাচনী নির্ঘণ্ট ঠিক করতে সহ-সভাপতি কুণাল ঘোষের প্রস্তাব মেনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পরামর্শ নেবে ক্লাব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচনী বোর্ড। সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘সৃঞ্জয় বোসের বক্তব্য শোনা হয়েছে। লিখিত আকারেও বক্তব্য জানিয়েছেন। সদস্যদের মধ্যে যাঁরা নিজেদের বক্তব্য জানাতে চান তাঁদের ১৫ দিনের নোটিশ দেওয়া হচ্ছে। আলোচনার পর ঠিক হয়েছে, সর্বোচ্চ স্তরে আইনি পরামর্শ নেওয়া হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে। তারপর নির্বাচনী বোর্ড সিদ্ধান্ত নেবে কবে ক্লাবে ভোট হবে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড আমরা গঠন করেছি। বোর্ডের বাকি সদস্যদের সম্মতি পাওয়ার পরই তাঁদের নাম আমরা জানাব।’’
যুবভারতীতে হকির অ্যাস্ট্রোটার্ফ হওয়ায় এদিন কার্যকরী কমিটির বৈঠকে সদস্যরা ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…