পশ্চিমবঙ্গের ভোটার তালিকার SIR তদারকির জন্য আরও ৪ বিশেষ রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের

Must read

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তার মধ্যেই পশ্চিমবঙ্গের (West Bengal_SIR) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরো চারজন বিশেষ রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। শনিবার কমিশন প্রতিবেশী রাজ্য ও দিল্লির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মরত আইএএস আধিকারিককে পশ্চিমবঙ্গে বিশেষ রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (West Bengal_SIR) কোনো যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম যেন তালিকায় না থাকে, তা নিশ্চিত করাই এই অবজারভারদের মূল দায়িত্ব। তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অবস্থান করবেন এবং দাবিদাওয়া ও আপত্তি নিষ্পত্তি থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নজরদারি করবেন বলে নির্দেশে জানানো হয়েছে । বিশেষ রোল অবজারভার হিসেবে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা হলেন—যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ডিরেক্টর সন্দীপ রেওয়াজি রাঠোর, ত্রিপুরার জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি ড. শৈলেশ ও সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের ডিরেক্টর বিকাশ সিং।

আরও পড়ুন- মার্চের মধ্যে ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চারজনকেই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত কাজের জন্য নির্বাচন কমিশনের ডেপুটেশনে গণ্য করা হবে এবং তাঁরা সরাসরি কমিশনের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন বলে আদেশে স্পষ্ট করা হয়েছে। এর আগে দফায় দফায় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর জন্য একজন বিশেষ রোল অবজারভার সহ ১৮ জন রোল অবজারভার কে নিয়োগ করা হয়েছিল।

প্রশাসনিক মহলের মতে, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিতর্ক ও অভিযোগের আবহে এই বিশেষ রোল অবজারভার নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কমিশনের তরফে সরাসরি নজরদারির মাধ্যমে সংশোধনী প্রক্রিয়াকে ‘কঠোরভাবে কমিশনের নির্দেশ অনুযায়ী’ সম্পন্ন করার বার্তাই দেওয়া হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Latest article