এসআইআর (SIR) সংক্রান্ত কাজের পর্যালোচনায় এসে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান ফলতা বিডিও অফিসে আসেন। সেখানে বেশ কিছুক্ষন বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিও শানু বক্সিকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকায়। ৮৫, ৮৬ এবং ৮৭ নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন। তারা জীবিত না মৃত খতিয়ে দেখেন ভোটারদের বাড়িতে পৌঁছে। তবে অবজারভার ঢোকার সঙ্গে সঙ্গে মহিলা কর্মী তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আরও পড়ুন-বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিনতীর্থ
কেন আবসের বাড়ি পেলাম না, কেন ১০০ দিনের টাকা বন্ধ রাখা হয়েছে, প্রশ্ন তুলে অবজারভারকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তবে প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশন সেইভাবে কোন অভিযোগ করেনি। তবে বেশ কিছুটা হলেও কাজের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাদের।
সি মুরুগান বলেন, “আমি এখন এ বিষয়ে কিছু বলব না।” ফলতার বিডিও শানু বক্সি বলেন, পঞ্চাশ-ষাট ইলেকট্রোলার অফিসারের কাজ দেখলেন। সমস্ত কাজ কর্ম দেখেছেন। ওরা কোনও বিক্ষোভ দেখাননি। ওরা ভেবেছিল কেন্দ্রের অন্য টিম এসেছে। সেই ভেবে নিজেদের দাবি জানাচ্ছিল।

