সংবাদদাতা, বহরমপুর : সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলপ্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার, বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনে। ওই মনোনয়ন ঘিরে সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। ফলে দেবাশিস মনোনয়ন জমা দিতে যান এক বিশাল মিছিল নিয়ে। যদিও মিছিল-বিধি মেনেই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায়।
আরও পড়ুন-দুর্গাপুরে ফরেন্সিক ল্যাবরেটরি, লাভ পাঁচ জেলার
মিছিলে ছিলেন সাংসদ খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায়, পুরপ্রধান কানাই মণ্ডল ও নাড়ুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ। বহরমপুর দলীয় কার্যালয় থেকে মিছিল বহরমপুরের রাজপথ পরিক্রমা করে প্রশাসনিক ভবনে শেষ হয়। প্রার্থী দেবাশীষ জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। কারণ সাগরদিঘিতে বিজেপির অস্তিত্ব নেই। লড়াই কংগ্রেসের সঙ্গে। তবে সিপিএম ও কংগ্রেস ঘোঁট পাকাচ্ছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের জেরে তৃণমূলের সামনে কেউই দাঁড়াতে পারবে না।