দেবনীল সাহা, গঙ্গাসাগর: জলপাইরঙা খোলসের মধ্যে বিশালবপু দেহটা! কাছ থেকে দেখতে এক অতিকায় সামুদ্রিক দানব। মঙ্গলবার গঙ্গাসাগরের তীরে ভেসে এল এমনই দুই কচ্ছপ। সামুদ্রিক জগতের অন্যতম বিরল প্রজাতির অলিভ রিডলে সি টারটেল। কিন্তু দুর্ভাগ্যবশত, দুটি কচ্ছপই গঙ্গাসাগর মেলার ঠিক আগে সাগরতটে এসে উঠেছে মৃত অবস্থায়। পায়ে জড়ানো মাছধরা জালের অংশ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)-এর মতে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রের এই কচ্ছপ অত্যন্ত বিলুপ্ত এক প্রজাতি। বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে এই কচ্ছপকে তাঁদের ‘রেডলিস্ট’এও রেখেছে আইইউসিএন। বিশেষজ্ঞদের মতে, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কচ্ছপের প্রজনন মরশুম। এসময় অলিভ রিডলে সৈকতের বালিয়াড়িতে এসে ডিম পাড়ে।
আরও পড়ুন-অক্রিকেটীয় আচরণ, কোহলিকে খোঁচা সানির
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেরিন ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুমিত মণ্ডল জানিয়েছেন, ওড়িশার চিলকা হ্রদের দিকে এরা প্রজননের ঋতুতে ডিম পাড়তে আসে। তবে গঙ্গাসাগরের তটে এদের আসা আশ্চর্যজনক। যদিও মাঝেমধ্যে খাবারের খোঁজে অগভীর সমুদ্রে চলে আসে। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের চোরাগোপ্তা স্রোতে দিকভ্রষ্ট হয়ে থাকতে পারে। আর সেটা হলে সত্যিই চিন্তার বিষয়! ছবি : সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়