প্রতিবেদন : মোদি-ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর অনিয়ম নিয়ে সরব হতেই রাজনৈতিক স্বার্থে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আর সেই তদন্তকেই এবার নির্লজ্জভাবে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। কোনও সিদ্ধান্তের আগেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তদন্তকারী সংস্থা কী করবে তা সংবাদমাধ্যমকে জানিয়ে দিচ্ছেন। দুবের দাবি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের নামে এই প্রহসনকে তীব্র কটাক্ষ করলেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বিজেপি সাংসদের এক্তিয়ার-বহির্ভূত পোস্টের পরেই পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তীব্র আক্রমণ করেছেন কৃষ্ণনগরের সাংসদ। রাতের খবর, বিজেপির চক্রান্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে। মূল উদ্দেশ্য হল তৃণমূল কংগ্রেসকে বেআইনি ও অনৈতিকভাবে অপদস্থ করা।
নিশিকান্তের পোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা যুক্তিতে তাঁকে ধুয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আদানি কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলি কেনার ছাড়পত্র পেলেন? আদানির ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রথমে এফআইআর করা উচিত সিবিআইয়ের। তারপর ওঁরা আমার কাছে আসবেন।
সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ তুলেছে বিজেপি। লোকসভায় লাগাতার আদানি গোষ্ঠীর দুর্নীতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সখ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। এরপরই তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ‘টার্গেট’ করে বিজেপি। সাংসদ মহুয়ার বক্তব্য জানতে গত বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠায় লোকসভার এথিক্স কমিটি। কিন্তু চূড়ান্ত অবমাননাকর প্রশ্ন করায় তার প্রতিবাদে বৈঠকের মাঝপথেই ওয়াকআউট করেন মহুয়া-সহ বিরোধী দলের সাংসদরা। সংবাদমাধ্যমকে মহুয়া জানান, ওরা নোংরা প্রশ্ন করছে। মহিলাদের সম্মান দেওয়া বিজেপির সংস্কৃতিতে নেই। মহুয়াকে যে ধরনের প্রশ্ন করা হয়, তার বিরোধিতায় সরব হন বিএসপির সাংসদ দানিশ আলিও। এর জেরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তিনি জানান, এথিক্স কমিটির বৈঠকে মৌখিকভাবে তাঁর ‘বস্ত্রহরণ’ করা হয়েছে। মহিলা সাংসদ হিসেবে সুরক্ষার দাবি জানান মহুয়া। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মহুয়াকে তোপ দাগছে গেরুয়া শিবির। তদন্তের নামে প্রহসন হচ্ছে।
আরও পড়ুন- গাজায় হামাসের সুড়ঙ্গে অস্ত্রভাণ্ডার
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…