প্রতিবেদন : ডার্বি জয়ের পরের দিনের সকালটা ফুরফুরে মেজাজে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। রবিবার বিকেলে গোটা দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে সকালে হোটেলের পুল সেশনে অনেকটা সময় কাটান রয় কৃষ্ণ, হুগো বৌমাসরা। যাঁরা বড় ম্যাচ খেলেছেন, তাঁদের জন্য ছিল প্রায় ঘণ্টা দুয়েকের রিকভারি সেশন।
আরও পড়ুন-ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইস্টবেঙ্গল
সেখানে দলের উপর কড়া নজর ছিল স্প্যানিশ কোচের। সোমবার থেকে মাঠে নেমে মুম্বই সিটি এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী বুধবার মেরিনার্সদের পরের ম্যাচ গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। শনিবার রাতের ম্যাচে তারা হেরে গিয়েছে হায়দরাবাদ এফসি-র কাছে।
আরও পড়ুন-ফিরে দেখা মানচিত্রের ইতিহাস
শনিবারের ডার্বিতে রয় কৃষ্ণ ছাড়াও গোল করেছেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। মনবীর গতবারও ডার্বিতে গোল করেছিলেন। লিস্টন এবার তাঁর অভিষেক ডার্বিতেই গোল করলেন। নিজের গোল নিয়ে মনবীর বলেছেন, ‘‘ডার্বিতে গোল করার আনন্দ সব সময় আলাদা। কিন্তু আসল ব্যাপার হল, দল জিতেছে এবং আমরা তিন পয়েন্ট পেয়েছি। ডার্বি আমাদের কাছে অতীত। মুম্বই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। একটা কঠিন ম্যাচ হতে চলেছে। সেখানেও গোল করে দলকে জেতাতে চাই।’’
অন্যদিকে, লিস্টন কোলাসো আবার ডার্বি খেলার স্বপ্নপূরণ হওয়াতেই খুশি। ম্যাচে গোল করতে পারাটা তাঁর কাছে বাড়তি পাওনা।