সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প চোখের আলো। আর এই প্রকল্পের মাধ্যমে দৃষ্টি ফিরে পেল দৃষ্টিহীন একই পরিবারের দুই সদস্য। বাকি তিন সদস্যের অস্ত্রোপচারও হবে খুব শীঘ্রই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার গাজোল থানার তুলসীডাঙার বাসিন্দা বিশ্বনাথ সরকার ও তাঁর স্ত্রী অর্চনা সরকার দৃষ্টিহীন। তাদের ছেলে মেয়ে অমিত (২০), সুমিত (১৫), সোমা (১) ও সোনালি (৪)। অমিত ছাড়া বাকি সকলেই দৃষ্টিশক্তিহীন। পথে ভিক্ষা করেই চলে তাদের সংসার।
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে আজ ৪ জেলা একজোট
এমতাবস্থায় পরিবারের পক্ষে চোখের চিকিৎসা করা সম্ভব হয়নি। সেই অন্ধকার জীবনে আলো এনে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চোখের আলো’ প্রকল্প। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের অস্ত্রোপচারে আপাতত সুমিত (১৫) ও সোমা (১২) ফিরে পেয়েছে চোখের আলো। পরিবারের আরও তিন সদস্যের অস্ত্রোপচারও হবে খুবই শীঘ্রই। চোখের আলো প্রকল্পের মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়ে খুশি এই পরিবার। মালদহ মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের চিকিৎসক সুমন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। তারই নেতৃত্বে গঠিত হয় মেডিক্যাল টিম।
আরও পড়ুন-পুরসভা সামলে এবার অভিনয়ে চেয়ারম্যান
ঠিক হয় দুটি পর্যায়ে এই পরিবারের পাঁচ সদস্যের অস্ত্রোপচার হবে। প্রথম পর্যায়ে সুমিত ও সোমার অস্ত্রোপচার হয়। চক্ষু চিকিৎসক সুমন চট্টোপাধ্যায়-সহ বিশ্বজিৎ কুমার, হাতিমারী স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু পরীক্ষক অজিতকুমার দাস, কর্মী সুভম তেওয়ারির সহযোগিতায় সফল হয় দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরে পাওয়ার লড়াই। এ বিষয়ে পরিবারের কর্তা বিশ্বনাথ সরকার বলেন, আমি নিজেও দৃষ্টিহীন। নিজের দৃষ্টি ফিরে না পেলেও আপাতত আমার পরিবারের এক ছেলে এবং এক মেয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় খুবই খুশি। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর চোখের আলো প্রকল্পের মাধ্যমে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…