বিজেপির পুরনো অফিসে আদি-নব্য হাতাহাতি-লাঠালাঠি, তুলকালাম

Must read

প্রতিবেদন : রাজ্য বিজেপিতে (Shame On BJP) চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যেই নিজেদের মধ্যে ঝামেলা-অশান্তিতে জড়িয়ে পড়ল আদি-নব্য বিজেপি কর্মীরা। বুধবার সকালে উত্তর কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির একদা সদর দফতরের (অধুনা উত্তর কলকাতার অফিস) সামনেই বিক্ষোভ দেখায় বিজেপির আদি কর্মীরা। ৬ নম্বর পার্টি অফিসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে দলের তরফে লাগানো সত্যাগ্রহ অবস্থানের ব্যানারও ছিঁড়ে দেয় বিজেপি কর্মীদের একাংশ। উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি-সহ বিজেপির (Shame On BJP) নেতাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় দলেরই কর্মীরা। লোকসভা ভোটের ভরাডুবির পর থেকেই গোষ্ঠীকোন্দলে জেরবার বিজেপির অন্দরমহল। এদিন রাজ্য বিজেপির ট্রেনি সভাপতি ও গদ্দার অধিকারীকে নিশানা করে আদি বিজেপির পোস্টার পড়ে দলীয় কার্যালয়ের সামনে। তারপরই বিজেপি কর্মীরা বেরিয়ে এসে সেই ব্যানার ছিঁড়ে ফেলে। এমনকী বিক্ষুব্ধদের কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারা বলতে থাকে বর্তমান নেতারা দলটাকে শেষ করে দিচ্ছে এমনকী টাকা তছরুপের অভিযোগও তোলে তারা। এই নিয়ে আদি বিজেপি কর্মীদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য, রাজ্য বিজেপি থেকে যারা দিল্লি যাচ্ছে তারা অযোগ্য। দল পরিচালনায় অক্ষম। তারা শুধু বেতন দিয়ে গুন্ডারাজ চালাচ্ছে বলে অভিযোগ। সেই অযোগ্য নেতাদের হঠানোর ডাক তুলেছে আদি বিজেপি নেতারা। সব মিলিয়ে এই ঘটনায় চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন- এল ব্রিজেশের দেহ, শোকার্ত পাহাড়

Latest article