প্রতিবেদন : ২০২০ সালের ৭ অগাস্ট এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়েছিল কারিপুরে। মৃত্যু হয়েছিল পাইলট ও কো-পাইলট-সহ ১৮ জনের। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন বাকিরা। হতাহতদের পরিবার, আজও ভুলতে পারেননি সেই রাতের ভয়াবহতা। তাই ওই জায়গায় কোনও দুর্ঘটনা হলে যাতে আরও বেশি মানুষের প্রাণ বাঁচানো যায় তার জন্য একটি হাসপাতাল নির্মাণে ৫০ লক্ষ টাকা দিলেন তাঁরা।
আরও পড়ুন-১২ বিধায়ক নিয়ে বাইরে থেকেই সমর্থন দেবে সিপিআইএমএল
বিমান দুর্ঘটনায় মেলা ক্ষতিপূরণের টাকা থেকেই হাসপাতাল তৈরির জন্য টাকা দিয়েছেন তাঁরা। এই হাসপাতালে জরুরিকালীন অবস্থার জন্য সমস্ত সুযোগ-সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। বিমানের ১৮৪ জন যাত্রীর পরিবার মিলে ওই ৫০ লক্ষ টাকা দিয়েছেন। কারিপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিমি দূরে ছিল একটা সরকারি হাসপাতাল। কিন্তু সেখানে কোনও সুযোগ-সুবিধাই ছিল না। তাই বিপদগ্রস্ত পরিবারগুলি এই হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ১৯০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ওই অভিশপ্ত বিমান। তারপর ৩৫ ফুট উঁচু থেকে মাটিতে ভেঙে পড়ে বিমানটি।