কাল থেকে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে বসছে পঞ্চম বর্ষের লাল মাটির হাট

শান্তিনিকেতনের সোনাঝুরির আদলে তৈরি এই হাট পড়েছে পঞ্চমবর্ষে। আগামী ৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার শহরের রবীন্দ্রপার্কে বসবে বিশেষ এই হাট।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ডিসেম্বরের শুরুতে শীতের আমেজ বাড়তেই পর্যটকদের ভিড়ে জমে উঠছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম। জেলার বহুপরিচিত দর্শনীয় স্থানগুলির পাশাপাশি এবার পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে লাল মাটির হাট। শান্তিনিকেতনের সোনাঝুরির আদলে তৈরি এই হাট পড়েছে পঞ্চমবর্ষে। আগামী ৭ ডিসেম্বর থেকে প্রতি রবিবার শহরের রবীন্দ্রপার্কে বসবে বিশেষ এই হাট। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন-সেবাশ্রয় এক স্বপ্নের নাম

জঙ্গলমহলের হস্তশিল্প ও স্থানীয় ব্যবসাকে এগিয়ে দিতেই আয়োজন হয়েছে লালমাটির হাটের। এখানে মিলবে এলাকার মহিলাদের হাতে তৈরি নানা সামগ্রী, জঙ্গলমহলের গয়না, ঘর সাজানোর উপকরণ, পঞ্চিপাহাট শাড়ি, পাশাপাশি থাকবে স্থানীয় স্বাদের বিশাল পসরা। শালপাতায় মোড়া পোড়া মাংসের পিঠে, ডুমু পিঠে-সহ নানা আদিবাসী খাবার পর্যটকদের আকর্ষণ করছে। ঝাড়গ্রামে এসে বেলপাহাড়ি, গোপীবল্লভপুর এবং চিলকিগড় ঘোরার পর বিকেল হলে অনেক পর্যটকই ভিড় জমাচ্ছেন লাল মাটির হাটে। কেনাকাটা থেকে খাওয়াদাওয়া সব মিলিয়ে রঙিন হয়ে উঠছে রবীন্দ্রপার্ক। হাটের সূচনা উপলক্ষে বুধবার রবীন্দ্রপার্ক থেকে ধামসা-মাদল ও ছৌনাচের তালে পদযাত্রা করেন হাটের সদস্যরা। ঝাড়গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য, গ্রামবাংলার শিল্প ও স্থানীয় মানুষের উদ্যোগে লাল মাটির হাট এখন উৎসবের আবহে নতুন আকর্ষণ।

Latest article