সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জীবনী অবলম্বন করে তৈরি হল সিনেমা। সৌজন্যে কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরা। জীবনের প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সত্যজিৎ রায়ের জীবনের সংগ্রামের কাহিনিকে নিয়ে তৈরি এই সিনেমার নাম ‘অপু এবং আমি’। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আবেদন নিয়ে এই সিনেমা কর্তৃপক্ষের কাছে জমাও পড়েছে।
আরও পড়ুন-২০২৩-এর ‘মিস ইন্টারন্যাশনাল’ বর্তমানে ভারতীয় সেনার লেফটেন্যান্ট
ভবানী ভবনে কর্মরত কিছু পুলিশ অফিসার ও কর্মী সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ তৈরির লড়াই নিয়ে ছবি তৈরি করার চিন্তাভাবনা করে। পরিচালক ডি সাধু সাব ইন্সপেক্টর। এছাড়া তিনি নিজে সত্যজিৎবাবুর ভূমিকাতে অভিনয় করেছেন। সহকারী পরিচালক রবিশঙ্কর চক্রবর্তী। চিত্রগ্রহণে থাকছেন দেবাশিস মণ্ডল।পুজোর পর এই সিনেমার প্রথম প্রদর্শন হতে চলেছে। ডিজি রেল দেবাশিস রায়, ডিআইজি সুখেন্দু হীরা, কঙ্করপ্রসাদ বারুই প্রমুখ এই ছবি তৈরিতে পাশে থেকেছেন। দুঘণ্টা সাড়ে চার মিনিটের এই সিনেমা মানুষের মন কাড়বে বলেই মনে করছে ছবির নির্মাতারা।
আরও পড়ুন-”ভগবানকে গিয়ে বলুন’’, বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক
ব্যস্ত সময়ে কাজের ফাঁকে সময় বার করে করে শুটিং করা ছিল তাঁদের কাছে একপ্রকার চ্যালেঞ্জ। এক প্রযোজকের কাছে গেলেও তিনি সময় চেয়ে অন্য এক পরিচালককে দিয়ে সত্যজিৎ রায়ের উপর সিনেমা করিয়ে নেন। তবে আশাহত না হয়ে ইন্সপেক্টর অনুপ নাথ, সাব-ইন্সপেক্টর কুশলেশ সিং-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেন। তবে তারা সকলেই মনে করছেন তাদের এই উদ্যোগ কলকাতা চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাবে।