এপ্রিল মাস থেকে এবার সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম। রাজ্য অর্থ দফতর সংশ্লিষ্ট দফতরের সরকারি কর্মীদের ছুটির জন্য অনলাইনে (Online) আবেদন জানানো বাধ্যতামূলক করল। এইচআরএমএস (HRMS)পোর্টাল সক্রিয় করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা এই পোর্টালের মাধ্যমে ছুটির আবেদন জমা দিতে পারেন। দেখা যাচ্ছে সরকারি কর্মীরা অফলাইনে করছেন ছুটির আবেদন। এবার অর্থ দফতরের তরফে অনলাইনে ছুটির আবেদনে জোর দেওয়ার জন্যই এই নিয়ম করা হল। ছুটির বিষয়টি স্বচ্ছ করার জন্যই এই নিয়ম লাগু করা হচ্ছে বলেই জানা গিয়েছে। সংশ্লিষ্ট দফতরের তরফে স্পষ্ট করেই নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে কর্মীরা শুধুমাত্র অনলাইনে ছুটির আবেদন করতে পারবেন। অন্যান্য দফতরের ক্ষেত্রেও এই নিয়ম হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, অফলাইনে ছুটির আবেদন জমা পড়লেও হিসেব মেলাতে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।
আরও পড়ুন-দীর্ঘ প্রতীক্ষার পর বিধায়ক মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল
অনলাইনে ছুটির আবেদন করলে বিষয়টি সিস্টেমেটিক পদ্ধতিতে হবে বলেই মনে করা হচ্ছে। স্বচ্ছতাও বেশি থাকে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছুটির আবেদন ঠিক না থাকার ফলে অনেকেই বেশি অর্থ পেয়ে যাচ্ছেন। তাই সার্বিকভাবে অনলাইন আবেদনের উপর জোর দেওয়া হচ্ছে।