মাত্রাতিরিক্ত গরমের কারণে আগুন লেগে গেল রেললাইনে। চাঞ্চল্যকর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্রিটেনের ওয়ার্ডসওয়ার্থ রোড এবং লন্ডন ভিক্টোরিয়া রেলস্টেশনের মাঝে এক সেতুর উপর। জানা গিয়েছে, রেললাইনের একটি কাঠের স্লিপারে প্রথমে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। তা থেকেই রেললাইনে আগুন জ্বলে ওঠে। ম্যানেজিং ডিরেক্টর স্টিভ হোয়াইট নিজেই রেললাইনের আগুনের ছবি ট্যুইট করেছেন।
আরও পড়ুন-বিশ্রাম শুধু দেশের বেলায়, আইপিএলে কেউ তা চায় না, সিনিয়রদের একহাত নিলেন গাভাসকর
পাশাপাশি যেভাবে দমকল কর্তৃপক্ষ দ্রুত আগুন নিভিয়েছে তার প্রশংসাও করেছেন তিনি। তবে হতাহতের কোনও খবর নেই। যদিও বেশ কিছুক্ষণের জন্য রেল চলাচল বন্ধ রাখতে হয়। দমকল কর্তৃপক্ষ মনে করছে, গত কয়েকদিনের প্রচণ্ড গরমে রেললাইনের কাঠের স্লিপারগুলি একেবারে শুকিয়ে গিয়েছে। কোনওভাবে আগুনের স্ফুলিঙ্গ পড়েছিল স্লিপারে। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও বেশ কয়েকদিন লন্ডনে তাপপ্রবাহ চলবে।