প্রথম দফার ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছল

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ৩০ মে পর্যন্ত কয়েক দফায় ক্রিকেটাররা ইংল্যান্ড রওনা হবেন। তার জন্য বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা রাখছে

Must read

মুম্বই, ২৩ মে : আইপিএল প্লে-অফের মধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইংল্যান্ড পৌঁছে গেলেন ভারতীয় দলের তারকারা। তবে সবাই নয়, চার-পাঁচটি ব্যাচে ক্রিকেটাররা লন্ডন পৌঁছবেন। সাপোর্ট স্টাফ এবং কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে নিয়ে মঙ্গলবার ভোরে মুম্বই থেকে লন্ডনের বিমান ধরেন হেড কোচ রাহুল দ্রাবিড়। আইপিএলের প্লে-অফে উঠতে না পারায় দ্রাবিড়দের সঙ্গে প্রথম ব্যাচেই ইংল্যান্ড রওনা হন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা।

আরও পড়ুন-বজরংদের মোমবাতি মিছিল

বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এক-দু’দিনের মধ্যেই ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএল প্লে-অফে ব্যস্ত, তাই শেষ কয়েক দফায় লন্ডন উড়ে যাবেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, মহম্মদ শামি, আজিঙ্ক রাহানে, ঈশান কিসানরা। চেতেশ্বর পূজারা ইংল্যান্ডেই কাউন্টি খেলছেন। সেখানেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। উমেশ যাদব, জয়দেব উনাদকাটের রিহ্যাব শেষ। তাঁরাও আগে পৌঁছে যাচ্ছেন ইংল্যান্ড।

আরও পড়ুন-৪ জুলাই মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্সের সম্মান, কিংবদন্তিদের গেট উদ্বোধনে মার্টিনেজ

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ৩০ মে পর্যন্ত কয়েক দফায় ক্রিকেটাররা ইংল্যান্ড রওনা হবেন। তার জন্য বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা রাখছে। প্রসঙ্গত, আগামী ৭ জুন ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার মতো ভারতও ফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে না। পয়লা জুনের আগে পুরো দলকে একসঙ্গে পাবে না ভারত। তাই টিম ম্যানেজমেন্ট মনে করছে, প্র্যাকটিস ম্যাচ খেলার যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। ইংল্যান্ডে ভরা কাউন্টি মরশুম বলে শক্ত প্রতিপক্ষও পাওয়া যাবে না। কমজোরি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চান না দ্রাবিড়রা। তাই নিজেদের মধ্যেই অনুশীলন ম্যাচ খেলবেন রোহিতরা।

Latest article