মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর খবর মিলল আমেরিকায়

সে দেশের স্বাস্থ্য দফতরের কমিশনার জন হেলারস্টেডট জানিয়েছেন, এই ভাইরাসের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন।

Must read

প্রতিবেদন : করোনার প্রকোপ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মাঝেই উদ্বেগ ছড়িয়ে চলেছে মাঙ্কিপক্স। এবার মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর খবর মিলল আমেরিকায়। টেক্সাস প্রশাসন বুধবার জানিয়েছে, হ্যারিস কাউন্টি শহরের এক পূর্ণবয়স্ক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

আরও পড়ুন-বদলাচ্ছে ভারতীয় নৌবাহিনীর পতাকা

সে দেশের স্বাস্থ্য দফতরের কমিশনার জন হেলারস্টেডট জানিয়েছেন, এই ভাইরাসের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের আরও সতর্ক থাকতে হবে। আক্রান্তদের নিভৃতবাসে থাকতে হবে। ক্ষতস্থান শুকিয়ে যতদিন না সুস্থ হচ্ছেন, ততদিন অন্যের সংস্পর্শে আসা উচিত নয়। অন্যদিকে মার্কিন স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত আমেরিকায় মাঙ্কিপক্সে প্রায় ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। দেশের ৫০টি প্রদেশেই মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে।

Latest article