খেলা

আজ শুরু প্রথম টেস্ট, নজরে জোড়া অভিষেক

পারথ, ২১ নভেম্বর : বর্ডার-গাভাসকর সিরিজে বল গড়াচ্ছে শুক্রবার। অস্ট্রেলিয়ার ডেরা থেকে পরপর দু’টি সিরিজ জিতে ফেরা ভারতের (Team India) সামনে হ্যাটট্রিকের হাতছানি থাকলেও খেতাব ধরে রাখার লড়াই কঠিন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশের ধাক্কা সামলে প্যাট কামিন্সদের বিরুদ্ধে ভারতীয়দের জবাব কী হয়, সেদিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। অধিনায়ক রোহিত শর্মা এই টেস্টে নেই। তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতের ডেপুটি জয়প্রীত বুমরা। তিনি টেস্টের আগের দিন পরিষ্কার জানিয়ে দিলেন, জিতলেও শূন্য থেকে শুরু করতে হয়, হারলেও সেই শূন্য থেকেই নতুন লড়াই শুরু হয়।
গতি, বাউন্সের পারথ স্টেডিয়াম পুরনো ওয়াকা নয়। কিন্তু অপটাসের পিচ ‘ক্লাসিক’ ওয়াকার আদলেই বানানো হয়েছে। এককালে অস্ট্রেলিয়ায় সবথেকে গতিময় এবং বাউন্সভরা উইকেট দেখা যেত পারথের ওয়াকাতেই। নতুন অপটাস স্টেডিয়ামেও সবুজ উইকেট। পিচে আট থেকে দশ মিলিমিটার ঘাস রাখা হয়েছে। নিয়মিত রোল করা হচ্ছে যাতে শক্ত থাকে। গতি, বাউন্সের সঙ্গে ক্যারি ভাল হয়। টেস্টের প্রথম দিন আবার ২৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ হতে পাবে। তবে বাকি চার দিন ঝলমলে আবহাওয়া থাকবে। ২০১৮-১৯-এর সিরিজে এখানে প্রথম টেস্টেই হেরেছিল বিরাট কোহলির ভারত। পরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়। এবার কি পারথে ছবিটা বদলাবে? সন্দেহ নেই, কামিন্স, স্টার্ক, হ্যাজলউডের পেস ত্রয়ীর সামনে শুরুতেই কঠিন প্রশ্নের মুখে ভারতীয় ব্যাটাররা। বিপক্ষ অধিনায়ক অবশ্য ভারতকে বেশ সমীহের চোখে দেখছেন। কামিন্স মেনে নিচ্ছেন, ভারতের তুলনায় তাঁদের উপরই চাপ বেশি থাকবে। বললেন,‘‘ভারত খুব প্রতিভাবান দল। কাজটা আমাদের সহজ হবে না।’’

আরও পড়ুন- মাথা ঠান্ডা রাখো, গম্ভীরকে বার্তা শাস্ত্রীর

ভারতের (Team India) প্রথম একাদশ নিয়ে নানা কৌতূহল, জল্পনা। টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক বুমরা আবার জানিয়ে গেলেন, তাঁরা প্রথম এগারো ঠিক করে ফেলেছেন। কিন্তু টিম খোলসা করেননি। বুমরার কথায়, ‘‘আমাদের প্রথম একাদশ চূড়ান্ত। কিন্তু আপনারা জানতে পারবেন টসের সময়।’’ তবে বুমরা না বললেও ভারতীয় টিম সূত্রে খবর, পারথে জোড়া অভিষেক হওয়ার সম্ভাবনা। একজন নীতীশ রেড্ডি, অপরজন হর্ষিত রানা।
ভারতীয় শিবির সূত্রে খবর, রোহিত না থাকায় ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গী হতে পারেন কে এল রাহুল। শুভমন গিল ফিট থাকলে তিন নম্বরে তিনিই খেলবেন। গিলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। না পারলে তিন নম্বরে ব্যাট করবেন দেবদত্ত পাড়িক্কল। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছিলেন তিনি। চার এবং পাঁচ নম্বরে আসবেন যথাক্রমে বিরাট ও ঋষভ পন্থ। ছ’নম্বরে ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতানো জুরেল খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডির খেলাও প্রায় পাকা। সব ঠিক থাকলে তাঁর অভিষেক হচ্ছে। গম্ভীররা মনে করছেন, নীতীশ খেললে ব্যাটিং গভীরতা এবং টিমের ভারসাম্য দুটোই বাড়বে। অভিষেক হতে পারে কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানারও। তাঁর লড়াইটা আকাশ দীপের সঙ্গে। দু’জনের কেউ বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গী হবেন। সেক্ষেত্রে চতুর্থ সিমারের ভূমিকায় নীতীশ। একমাত্র স্পিনার হিসেবে লড়াইটা অশ্বিন, জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বাঁ-হাতির আধিক্য থাকায় অভিজ্ঞ অশ্বিনের খেলার সম্ভাবনা বেড়ে গিয়েছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

20 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

24 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

33 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

38 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

47 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago