খেলা

রবীন-শিবম জুটিতে প্রথম জয় চেন্নাইয়ের থিকসানার চার উইকেট

মুম্বই, ১২ এপ্রিল : অবশেষে জয়। আর সেটা পঞ্চম ম্যাচে এসে। আইপিএলে সিএসকের এটা ছিল ২০০তম ম্যাচ। প্রথম জয়ে বিরাট কোনও অবদান অবশ্য থাকল না প্রাক্তন ও বর্তমান অধিনায়কের। ধোনি এবং জাদেজা মাঠে থাকলেও রবীন উথাপ্পা আর শিবম দুবের লম্বা পার্টনারশিপ জয়ের ভিত গড়ে দিয়েছিল। বাকিটা মহেশ থিকসানার ম্যাজিক। চার ওভারে ৩৩ রানে ৪ উইকেট। তাঁর স্পিন সামলাতে পারেনি আরসিবি। ১৯৩/৯ করে তারা হারল ২৩ রানে। মইন আলিকে প্রথম ওভারে বল দিয়ে জাদেজা আরসিবি ইনিংসের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন, ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের জন্য কিছু আছে। আর সেটা যে আছে, তা বোঝা গেল তৃতীয় ওভারে। যখন মহেশ থিকসানাকে ওড়াতে গিয়ে জর্ডনের হাতে নিজেকে তুলে দিলেন ডুপ্লেসি (৮)।

আরও পড়ুন-হোমিওপ্যাথি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা

আরসিবি তখন ১৪। এই ধাক্কা সামলে ওঠার আগেই আরও বড় ধাক্কা পঞ্চম ওভারে। এবার কিং কোহলির (১) পালা। তিনি ওড়াতে গেলেন মুকেশ চৌধুরিকে। কিন্তু বল বাউন্ডারি পার করেনি। চেন্নাইয়ের ২১৬/৪ তাড়া করার ব্যাপার ছিল আরসিবির। কিন্তু যেভাবে আরসিবির বর্তমান ও প্রাক্তন অধিনায়ক উইকেট দিয়ে গেলেন ২০ রানের মধ্যে, তাতে তখনই মনে হচ্ছিল মঙ্গলবারের ম্যাচে চেন্নাইয়ের প্রথম জয় অপেক্ষা করছে।
এদিন জানা গেল, সিএসকে তাদের সেরা বোলার দীপক চাহারকে এবার পাচ্ছে না। চোট এখনও সারেনি। কিন্তু মইন, মুকেশ, মহেশ ও জাদেজা মিলে এই ম্যাচে সেটা বুঝতে দেননি। আসলে ৭ ওভারে ৫০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসেছিল আরসিবি। অনুজ রাওয়াত (১২) বিরাটের সঙ্গে জুটি বেঁধে যে চোখে পড়ার মতো ইনিংস আগে খেলেছেন, সেটা এখন অতীত। তবে ম্যাক্সওয়েল যতক্ষণ ছিলেন, মনে হচ্ছিল কিছু একটা হতে পারে। ১১ বলে ২২। দুটি চার, দুটি ছয়।

আরও পড়ুন-বাংলার পঞ্চায়েতের কথা এবার দিল্লিতে

কিন্তু মুশকিল হচ্ছে যে, দুশোর বেশি রান তাড়া করতে গেলে এমন ক্যামিও নয়, লম্বা ইনিংসের দরকার ছিল ম্যাক্সওয়েলের ব্যাটে। সেটা হতে দেননি চেন্নাইয়ের নতুন অধিনায়ক জাদেজা। ম্যাক্সওয়েলের উইকেট তাঁর। পরে প্রভুদেশাই (৩৪), শাহবাজ (৪১) আর কার্তিক (৩৪) কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে চেন্নাইকে টপকানোর কোনও ইঙ্গিত ছিল না। সিএসকে আগে ব্যাট করে এত রান করতে পারল দু’জনের জন্য। উথাপ্পা (৮৮) ও দুবের (৯৫ নট আউট) দাপটে। ৩৬ রানে ঋতুরাজ (১৭) ও মইনকে (৩) হারিয়ে বেশ চাপে পড়েছিল চেন্নাই। সেখান থেকে চতুর্থ উইকেটে ১৬৫ রান তুলে চেন্নাইকে শক্ত জমির উপর দাঁড় করিয়ে দেন এই দু’জন। এরপর জাদেজা নামলেও কোনও রান না করে ফিরে যান। তবে বল হাতে তিন উইকেট নিয়ে সেটা পুষিয়ে দেন। ধোনি নট আউট ছিলেন শূন্য রানে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

27 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

32 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

40 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

45 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

54 minutes ago