মিলে গেল পূর্বাভাস, পুজো কাটল নির্বিঘ্নে

আজ, রবিবারের পর আবহাওয়ার আরও উন্নতি হওয়ার কথা রয়েছে। গোটা বাংলায় বৃষ্টির বদলে শুষ্ক আবহাওয়া দেখা যাবে।

Must read

প্রতিবেদন: ভালয় ভালয় কাটল এবারের পুজো। হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাঙালিকে অন্যান্যবারের মতো ডোবায়নি আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তেমনি হালকা বৃষ্টি দেখা গিয়েছে কোথাও কোথাও। তবে গোটা পুজো জুড়ে কোথাও ভারী বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-পুলিশি তৎপরতায় যানজট মুক্ত হল ভিআইপি রোড

আজ, রবিবারের পর আবহাওয়ার আরও উন্নতি হওয়ার কথা রয়েছে। গোটা বাংলায় বৃষ্টির বদলে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলার আকাশ ছিল মেঘমুক্ত, পরিষ্কার। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। পূর্ব মেদিনীপুর জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুজোর আগে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে। কার্নিভালের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।

Latest article