সংবাদদাতা, মেদিনীপুর : বন দফতরের জমিতে জবরদখল বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ ভেঙে দিয়ে তা কাজেও করে দেখাল বন বিভাগ। মেদিনীপুর শহরের প্রান্তে ২৪ নম্বর ওয়ার্ডের বৈশাখীপল্লিতে বন দফতরের জায়গায় তৈরি হয়েছিল বেশ কিছু বাড়ি। বেশিরভাগই বহিরাগতদের। প্রায় ২০০ পরিবারের বসবাস বন দফতরের জমিতেই। দখলদারি আটকাতে পরিখা কেটে সীমানা নির্ধারিত করে দিয়েছিল বন দফতর। তাতেও বাড়ছিল বহর।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুত পুরুলিয়া
স্থানীয়দের অভিযোগ পেয়ে শনিবার নোটিশ দেওয়া হয়েছিল। রবিবার সকাল থেকে বুলডোজার চালিয়ে ভেঙে দিল একাধিক নির্মাণ। বেশিরভাগই বাণিজ্যিক স্বার্থে তৈরি। ওই জমিতে বেশ কিছু ভূমিহীন লোক বসবাস শুরু করলেও পরে একদল লোকজন বন দফতরের জমি অন্য লোককে বিক্রি করা শুরু করে। এই অবৈধ নির্মাণ ভেঙে বন দফতর বার্তা দিল, আরও যে সমস্ত অবৈধ বাড়ি ও জায়গা দখল হয়ে আছে, এবার সেগুলিতেও অভিযান চালাবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ ও ইংরেজি মাধ্যম স্কুলের সামনে ওই স্থানটিতে অসাধু লোকজন দখল করা জায়গা কিনে বড় বড় বাড়ি তৈরি করে মেস ও হস্টেল বানিয়েছে। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, বন দফতরের জমি দখল করে অনেক অবৈধ নির্মাণ হয়েছিল।