সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার জামবনি থানা লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গলে বাঘিনীকে দেখা গিয়েছে। তাই পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করল বন দফতর। জঙ্গলমহল জুড়ে ফের বাঘের আতঙ্ক। জামবনির জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ড রাজ্যের পূর্বসিংভূম জেলার চাকুলিয়া রেঞ্জে গত দু’দিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে। জামবনির সীমানা লাগোয়া গিধনি, জামবনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দফতর।
আরও পড়ুন-জলের অপচয় বন্ধে উদ্যোগী হাওড়া পুরসভা
জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে ছ’বছর আগের লালগড়ের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক, দুটোই ফিরে এসেছে। ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, পার্শ্ববর্তী রাজ্যের বনবিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকেরা কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টার পর জঙ্গল লাগোয়া পর্যটনকেন্দ্রে থাকা যাবে না। বিনা অনুমতিতে তাঁবু খাটানো চলবে না। জঙ্গলে আবর্জনা ফেললে ১১৫০ টাকা জরিমানা করা হবে। শেষ খবর, ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে, যা ঝাড়গ্রাম থেকে মাত্র ৫ কিমি দূরে। বাঘিনী যে কোন সময় ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। তাই বন দফতর বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নজরদারি বাড়িয়েছে। সীমানা এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।