রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা

গণনার সময় বা ফল ঘোষণার পর্বে কোনও ভয়ঙ্কর কিছু ঘটে গেলে দ্রুত যেন তা রোধে ব্যবস্থা নেয় শীর্ষ আদালত, এমনটাই আর্জি জানান তাঁরা।

Must read

নয়াদিল্লি : ফল ঘোষণার আগের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে খোলা চিঠি দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। চিঠিতে তাঁরা আবেদন করেছেন, গণনার ফলাফলে ত্রিশঙ্কু লোকসভার ইঙ্গিত মিললে রাষ্ট্রপতি যেন গণতান্ত্রিক নজির অনুসরণ করেন। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী ‘প্রাক নির্বাচনী জোট’কে সরকার গড়তে আমন্ত্রণ জানান এবং ঘোড়া কেনাবেচা আটকান। সেইসঙ্গে এবার যে পদ্ধতিতে লোকসভা নির্বাচন হয়েছে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। শুধু রাষ্ট্রপতি নন, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকেও এই আর্জি জানিয়েছেন। বর্তমান শাসক দল জনগণের আস্থা অর্জন করতে না পারলে যাতে সংবিধান মেনে ক্ষমতার মসৃণ হস্তান্তর হয়, তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জি এম আকবর আলি, অরুণা জগদীশন, ডি হরিপরন্তনম, পি আর শিবকুমার, সি টি সেলভাম, এস বিমলা এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ। চিঠিতে তাঁরা জানিয়েছেন, তাঁরা কোনও রাজনৈতিক দলেরই অনুগামী নন।

আরও পড়ুন-ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়ে ঝাড়গ্রামের স্ট্রংরুম

আজ, মঙ্গলবার সকাল ৮টায় শুরু হতে চলেছে লোকসভার ভোটগণনা। চিঠিতে বলা হয়েছে, ভোটের ফলে যদি ত্রিশঙ্কু লোকসভা হয়, তবে ক্ষমতার হস্তান্তর মসৃণ নাও হতে পারে এবং সাংবিধানিক সংকট হতে পারে। প্রাক্তন আমলাদের নিয়ে গঠিত কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ গত ২৫ মে একটি বিবৃতি প্রকাশ করেছিল। তার উল্লেখ করে প্রাক্তন বিচারপতিরা লিখেছেন, ‘আমরা উপরোক্ত বিবৃতিতে পরিকল্পিত পরিস্থিতির সঙ্গে একমত হতে বাধ্য। ত্রিশঙ্কু সংসদের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতির কাঁধেই কঠিন দায়িত্ব এসে পড়ে। আমরা নিশ্চিত রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত বা প্রচলিত প্রথা অনুযায়ী গণতান্ত্রিক নজির স্থাপন করবেন। তিনি নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ আসনের দাবিদার প্রাক নির্বাচনী জোটকেই প্রথমে সরকার গঠন করতে ডাকবেন। একইসঙ্গে তিনি নিশ্চয়ই ঘোড়া কেনাবেচার সম্ভাবনাকে প্রতিহত করার চেষ্টা করবেন।
প্রাক্তন বিচারপতিরা সর্বোচ্চ আদালতের কাছে খোলা চিঠিতে বলেছেন, গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করুন। সুপ্রিম কোর্টকে লোকসভা ভোটের ফলাফল সংক্রান্ত যেকোনও আর্জিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। প্রাক্তন বিচারপতিরা এ-বিষয়ে ভোটের ফল প্রকাশের পর সম্ভাব্য বিপর্যয় রুখতে সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। গণনার সময় বা ফল ঘোষণার পর্বে কোনও ভয়ঙ্কর কিছু ঘটে গেলে দ্রুত যেন তা রোধে ব্যবস্থা নেয় শীর্ষ আদালত, এমনটাই আর্জি জানান তাঁরা। নির্বাচন পর্বের বিভিন্ন ঘটনায় যে উদ্বেগের কারণ রয়েছে, সে-কথাও তাঁরা মনে করিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-মন্ত্রী মলয়ের ফোনে কাউন্টিং এজেন্টদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কোনও সাংবিধানিক সঙ্কট উপস্থিত হলে বিচার প্রক্রিয়ায় যাতে বিলম্ব না ঘটে, তার জন্য গ্রীষ্মাবকাশের মধ্যেও প্রধান বিচারপতি-সহ পাঁচ শীর্ষ বিচারপতিকে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাঁরা লিখেছেন, ‘আমরা আশা করি, আমাদের আশঙ্কা নিশ্চয়ই ভুল প্রমাণিত হবে। ভোটগণনা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং ফল ঘোষণায় কোনও অশান্তি হবে না। এছাড়াও জনমত অনুসারে নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের গোটা পর্ব শান্তিতেই মিটবে। কিন্তু সাবধানের মার নেই। তাই সংবিধানের মর্যাদা রক্ষার দায়িত্বে থাকা প্রতিটি কর্তৃপক্ষকেই নিজেদের কর্তব্য মাথায় রেখে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

Latest article