তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

আজ, বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস।

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরের আগে গেরুয়া শিবিরে বড় ভাঙন। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। আজ, বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন-জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার মসুদকে ১৪ কোটি ক্ষতিপূরণ, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়ার পর থেকেই দলের সাথে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। জল্পনা শুরু হয় সেই থেকেই। বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে ছিলেন না তিনি। তবে প্রাক্তন সাংসদ নিজেই একটা সময়ে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। গত জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা যায় তাঁকে। এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান জন বার্লা। তিনি বলেন, ”দিদি আমাকে সম্মান দিয়েছেন। যে সম্মান বিজেপি কোনোদিন আমাকে দেয় নি।” কেন তিনি তৃণমূলে যোগ দিলেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”ছয় সাত মাস আগে থেকেই আলোচনা চলছিল। আমি চা বাগানে যেভাবে কাজ করতে চাইছিলাম সেটা হচ্ছিল না, সব জায়গায় বাধা পাচ্ছিলাম। ১৬০ কোটির হাসপাতাল বানাতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আটকানো হয়েছে জনতার সেবা করা থেকে। নিজের পার্টির লোক পশ্চিমবাংলার বিরোধী দলনেতা আমাকে আটকে দেয়। আমাদের মিনিস্ট্রি থেকে ফোন করে আমাকে আটকানো হয়েছে। বার বার এভাবে আটকানো হলে কে থাকবে এমন দলে। আমি ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ অনেক কাজ করেছেন তিনি। চা সুন্দরী থেকে শুরু করে অনেক কিছু করেছেন। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাস ঘাতকতা করেছে। সবেচেয়ে বেশি অবহেলিত চা বাগানের মানুষজন। তাই সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ।”

আরও পড়ুন-কলকাতা থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ

তিনি আরও বলেন, ”দিদি আমাদের জন্য ঘরে ঘরে সুবিধা দিচ্ছেন। গোর্খাদের স্বপ্ন আজও অধরা। আমি এখানে সবাইকে নিয়ে চলব। আদিবাসীদের ভাগ করতে চাইছে বিজেপি কিন্তু দিদি সবাইকে নিয়ে চলছেন। কন্যাশ্রী অনেক বড় যোজনা সকলের জন্য। ১০০ দিনের কাজের টাকা কিভাবে আটকানো হয়েছে আমি জানাবো। অনেক কিছু আছে। আমাকে শেষ করার চেষ্টা হচ্ছে। বিজেপির কাছে এমন কোন যোজনা নেই যেটা দেখিয়ে মানুষের কাছে ভোট চাইতে পারি। দিদির কাছে সব আছে। এখন তো দুয়ারে সরকার করে দেওয়া আছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। দিদির পাশে দাঁড়াতে চাই। দিদি সারাদিন মানুষের কথা ভাবেন। উনি সব কমিউনিটির সাথে আছেন। ধর্মের রাজনীতি করছে বিজেপি। আপনাদের আশীর্বাদ থাকলে একসঙ্গে কাজ করব।”

অসমে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের উদাহরণ তুলে জন বলেন, সেখানে এত বছর ধরে ওদের সরকার রয়েছে অথচ চা-বাগান শ্রমিকদের জন্য কিছুই করেনি, পাট্টা দেয়নি। অথচ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাট্টা দিয়েছেন। যার জন্য আমরা ২০০৭ সাল থেকে আন্দোলন করছিলাম আদিবাসী নেতা হিসেবে। চা-বাগানে কাজ করে বেড়ে উঠেছি। চা-শ্রমিকদের দুঃখ-কষ্ট বিজেপি কোনওদিন বুঝতেই চায়নি অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য যা করেছেন আমরা কৃতজ্ঞ। ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও কোনওদিন আসামে কিছু হল না আর এরা এখানে ক্ষমতায় এসে আমাদের জন্য করবে— এই ভাবাটা অন্যায়। বিজেপি শুধুই প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজ করে না|
রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, নিশ্চিতভাবে জন বারলা আমাদের দলে যোগ দেওয়ায় দল শক্তিশালী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্য কমিটিতে যেমন কাজ করাবেন একইসঙ্গে চা-বাগান এলাকাতেও তিনি কাজ করবেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ও উন্নয়নের সঙ্গে নিজেকে যুক্ত করতেই জন এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কেন তিনি বিজেপি ছেড়েছেন তা আমরা বলব না, তা উনিই বলবেন। এরপরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কার্যত হাটে হাঁড়ি ভেঙে দেন বিজেপির প্রাক্তন সংসদ জন বারলা।

Latest article