সংবাদদাতা, ডায়মন্ড হারবার: পর্যটকদের কাছে অতি পরিচিত একটি পিকনিক স্পট দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত কেল্লার মাঠ। এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার কেল্লার মাঠকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে কাছেপিঠে কয়েক ঘণ্টার জন্য হুগলির নদীর তীরবর্তী এই কেল্লার মাঠ পর্যটকদের কাছে অতি জনপ্রিয় স্থান। মূলত প্রথম পর্যায়ে ১ কোটি ৭ লক্ষ টাকায় আড়াইশো মিটার বাঁধ ব্লক পিচিং করা হবে। জানা গিয়েছে, এই কেল্লার মাঠটিকে মাটি ফেলে আরও উঁচু করা হবে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়েছে রাস্তা, ধন্যবাদ জানিয়ে মিছিল স্থানীয়দের
পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকবে। আধুনিক মানের শৌচাগার ও বসার জায়গা করা হবে। যেখানে দূরদূরান্ত থেকে পর্যটকরা এলে নদীর পাড়ে বসে হুগলি নদীর তার প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে পারে তার যা যা উপায় আছে সেই সব ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনা করা হয়েছে যা পুরসভার তত্ত্বাবধানে এইভাবে সাজানো হবে। কেল্লার মাঠে যে নদী বাউন্ডারি আছে প্রাকৃতিক বিপর্যয় তা বেশ কিছু জায়গা ভেঙে গেছে, তলিয়ে গেছে কিছুটা অংশ। সেই সব জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার একটি প্রোপোজাল পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে। এই কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণবকুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস ও একাধিক কাউন্সিলর। এছাড়াও ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল আহ্বায়ক শামিম আহমেদ ও পুরসভার তৃণমূল সভাপতি সৌমেন তরফদার। বিধায়ক বলেন, শহরকে ঢেলে সাজানো এবং কেল্লার মাঠকে আরও মানুষের গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা পরিকল্পনা নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই কাজগুলো শুরু হয়েছে।