প্রতিবেদন : আগামী ২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের। যার প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে সকলকে আহ্বান জানালেন এই অনুষ্ঠানে শামিল হতে।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা জগন্নাথ মন্দির করেছি এবার নিউ টাউনে হচ্ছে দুর্গাঙ্গন। উত্তরবঙ্গে একটি মহাকাল মন্দিরও তৈরি করব আমরা। বাংলা এমন একটা রাজ্য, এখানে আমরা সকলকে সঙ্গে নিয়েই পথ চলি। এখানে কোনও বিভাজনের জায়গা নেই। মন্দির- মসজিদ-গির্জা-গুরুদ্বার সবই আমার কাছে সমান, আমি সব জায়গাতেই যাই। উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে গোটা জেলার চালচিত্র বদলে গিয়েছে। এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতাও মিলেমিশে একাকার সেখানে। গোটা পৃথিবী থেকে লোক আসছেন জগন্নাথধাম দর্শনে। নিউ টাউনের দুর্গাঙ্গন এবং উত্তরবঙ্গের মহাকাল মন্দিরও অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে সে-কথা বলার অপেক্ষা রাখে না।

