সংবাদদাতা, কোচবিহার : তৃণমূল কংগ্রেস যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই চেষ্টা করছে বিজেপি। এত বড় সাহস! আমরা চাইলে বিজেপির অঞ্চল অফিসে তালা ঝোলাতে পারি। উত্তর বিধানসভার বিজেপি বিধায়কের গাড়ি বাড়ি থেকে বের করা বন্ধ করতে পারি। কোচবিহারের উত্তর বিধানসভার বিজয়া সম্মিলনীতে এইভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আরও পড়ুন-আজ দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোচবিহারের ঢাংঢিংগুড়ি কাচুয়া বিদ্যালয়ে ছিল কোচবিহার দুই ব্লকের বিজয়া সম্মিলনী। ছিলেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, আব্দুল জলিল আহমেদ, শুচিস্মিতা দেবশর্মা, শুভঙ্কর দে, আশিস ধর, শম্পা ধর, সঞ্জীব সরকার প্রমুখ। অভিজিৎ বলেন, কোচবিহার দুই ব্লকের এই সভার মাঠে যেভাবে দলে দলে কর্মীরা উৎসাহের সঙ্গে ভিড় করেছেন, তা সত্যিই গর্বের। যাঁরা উপস্থিত আছেন তাঁদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রাখেন। আপনাদের হাত ধরেই উত্তর বিধানসভায় জয়ী হবে তৃণমূল। এই বিশ্বাস আমাদের আছে।