রাজনীতি

লক্ষ্য, ২০২৬-এর বিধানসভা ভোটে বীরভূমের ১১ আসনেই তৃণমূলের জয়, এ মাসেই দেড় লক্ষ মানুষের মিছিল

সংবাদদাতা, বীরভূম : বীরভূম জেলা তৃণমূল আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছে জেলার ১১টি বিধানসভাতেই জেতার লক্ষ্য নিয়ে। জানিয়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এক দশকেরও বেশি সময় ধরে বীরভূমে দলের সংগঠনের রাশ সুনিপুণ হাতে ধরে রেখেছেন অনুব্রত। একদা লাল দুর্গ বলে পরিচিত বীরভূম জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তাঁর হাত ধরেই ঘাসফুল ফুটেছিল। বিধানসভা হোক বা লোকসভা, পুরসভা বা পঞ্চায়েত, যে কোনও নির্বাচনেই ঘাসফুলের কাছে ধরাশায়ী হয়েছে কখনো রাম-বামেরা। বীরভূমের মাটিতে তৃণমূলের শিকড় গভীর থেকে গভীরে পৌঁছেছে। ছোট্ট চারা থেকে তৃণমূলকে রাঙামাটিতে বটবৃক্ষে পরিণত করেছেন দলঅন্তপ্রাণ কেষ্ট মণ্ডল। অল্প সময়ের ব্যবধানে মা ও স্ত্রীকে হারিয়েও দমে যাননি। বিরোধী দলগুলির অপপ্রচার ও মিথ্যাচারকে উপেক্ষা করে তৃণমূলকে সমৃদ্ধ করে চলেছেন। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আছেই সংগঠন চাঙ্গা করতে ময়দানে নেমে পড়েছেন অনুব্রত। জেলার এক প্রান্ত থেকে ওপর প্রান্ত পর্যন্ত কর্মীদের নিয়ে কখনও বুথ কমিটির সম্মেলন, কখনও ব্লক স্তরের সম্মেলন শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন-হাসপাতালের পার্কিং দেখতে ডিসি ট্রাফিক

সম্প্রতি রামপুরহাটের কর্মী সম্মেলনে অনুব্রত ঘোষণা করেন, ‘চলতি মাসের শেষের দিকেই তিনটি মহকুমায় দেড় লক্ষ মানুষের সমাবেশ করে মিছিল করা হবে। ইতিমধ্যে দুবরাজপুর, সাঁইথিয়া, সিউড়িতে কর্মী সম্মেলন হয়েছে। সংগঠন মজবুত হয়েছে দলের সমস্ত কর্মীর সম্মিলিত প্রচেষ্টায়। এখানে আমি বলে কোনও শব্দের গুরুত্ব নেই। আমরা সকলেই দলের সৈনিক।দলনেত্রীর নির্দেশ কার্যকর করি। মানুষ তৃণমূল সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে। মুখ্যমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্পের সুফল মানুষ পাচ্ছেন। সর্বস্তরের মানুষের জন্য মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন আমরা বার্তাবাহক হয়ে মানুষের কাছে তা পৌঁছে দিচ্ছি। কর্মীদের পরিষ্কার বলা হয়েছে জনমুখী প্রকল্পগুলোর সফলতার তালিকা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হবে। আমাদের লক্ষ্য আগামী বছর বিধানসভা ভোটে বীরভূমের ১১টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করা। গত বিধানসভা নির্বাচনে দুবরাজপুর তৃণমূলের হাত ছাড়া হলেও আগামী বছরের নির্বাচনে আমরা নিশ্চিত, দুবরাজপুরেও তৃণমূলই জিতবে।’ রামপুরহাটের কর্মী সম্মেলন থেকে অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, ‘আমি খেলতে ভালবাসি, খেলা পছন্দ করি।’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago