প্রতিবেদন : ওয়াকফ সংশোধনী বিলের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। বিএসএফের সাহায্যে বহিরাগত হামলাকারীদের ঢুকিয়ে গোলমাল পাকানো হচ্ছে। তাদের পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য রূপ দিতে এবং বাংলাকে গোটা দেশের সামনে বদনাম করতে এক্ষেত্রে তাঁদের হাতিয়ার ভুয়ো ছবি। সোশ্যাল মিডিয়ায় এবার সেই সব ভুয়ো ছবি ছড়িয়ে দিচ্ছে তারা। কিন্তু বাস্তবটা হচ্ছে এই সব ছবির সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। বিজেপির পোস্ট করা ছবি ধরে ধরে তা ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-উসকানি সত্ত্বেও কেন বরখাস্ত নয় সুকান্তকে, প্রশ্ন তৃণমূলের
রবিবার দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ এই ছবি সামনে এনে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি মুর্শিদাবাদে গন্ডগোলের ছবি দিয়ে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে। তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে— আগুন জ্বলছে, ভাঙচুর, মারামারির যে ছবি পোস্ট করেছে আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই এই ছবিগুলো মুর্শিদাবাদে ঘটনার নয়। এই ছবিগুলোকে চিহ্নিত করা গিয়েছে। যেমন দ্বিতীয় ছবিটা, যেটা মুর্শিদাবাদ বলে ছড়াচ্ছে সেটা আদতে লখনউয়ের ছবি। বাংলার বলে পোস্ট করছে। চতুর্থ ছবিটি জলন্ধরে একটি বাড়িতে আগুন লেগেছিল সেই ছবিটাকে মুর্শিদাবাদে আগুন লেগেছে বলে বাজারে ছেড়ে দিয়েছে। পঞ্চম ছবিটা ম্যাঙ্গালোরের, সপ্তম ছবিটা কর্নাটকের, আট নম্বর ছবিটা উত্তরপ্রদেশের, নবম ছবিটা অসমের এনআরসি প্রতিবাদের। অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো মুর্শিদাবাদের বলে চালাচ্ছে। মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এখানে একটি বিশেষ রাজনৈতিক দল কেন্দ্রীয় শক্তিকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা চালিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে কি না তা নিয়ে তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটা বড় গন্ডগোল তৈরি করা, ধর্মের ভেদাভেদ তৈরি করার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে কি না আমরা তার তদন্ত দাবি করছি। বাংলায় আগুনের ছবি দেখা গেলে কাদের লাভ তা আবার বলতে হবে?