প্রতিবেদন : আমি কোনও এক পক্ষের হয়ে অন্য পক্ষের সঙ্গে সংঘাতে যাব না। উভয় পক্ষকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করব। বৃহস্পতিবার কাজে যোগ দিয়েই সব জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য আশুতোষ ঘোষ। কোনওরকম রাজনৈতিক দ্বন্দ্বে না গিয়ে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন এবং স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি তাঁর কাছে অগ্রাধিকার পাবে বলে এদিন জানান তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ছয়টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের ছাড়পত্র দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতো বুধবার নিয়োগপত্র পেয়ে বৃহস্পতিবার সর্বপ্রথম স্থায়ী উপাচার্য হিসেবে কাজে যোগ দিলেন তিনি। প্রায় তিন বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল। প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে অস্থায়ী উপাচার্য হিসেবে এই আশুতোষ ঘোষই দায়িত্ব সামলেছিলেন।
আরও পড়ুন-গরুমারা, চাপরামারি সংলগ্ন ইকো সেনসিটিভ জোন রক্ষায় পদক্ষেপ
এদিন দায়িত্ব নিয়ে উপাচার্য বলেন, গত কয়েক বছরে স্থায়ী উপাচার্য না-থাকায় শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ-সহ নানা বিষয়ে সমস্যা তৈরি হয়েছে। তাই আগে সেই সমস্যার সমাধান করতে চান তিনি। তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নতুন নতুন কোর্স চালু করার কথাও ভাবা হচ্ছে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় ও কলেজমুখী করাই এর লক্ষ্য।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…