তোতাপাড়ার ঘন জঙ্গলে হয় দেবীর আরাধনা

এই পুজোর বিশেষ গুরুত্ব হল পূজোতে বনাধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ। গত বছর এই পুজোর উদ্বোধন করেছিলেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: ঘন জঙ্গলের মাঝে ছোট্ট এক বনবস্তি তোতাপাড়া। জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের অন্তর্গত তোতাপাড়া বিটের পাশেই অবস্থিত এই বস্তি। গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক দিয়ে গিয়ে খুট্টিমারি বিট অফিসের সামনে দিয়ে সবুজ জঙ্গল চিরে যাওয়া আট কিলোমিটার কাঁচারাস্তা পার করে পৌঁছতে হয় তোতাপাড়া বনবস্তিতে। বাইসন, হাতি লেপার্ডের আক্রমণের ভয় রয়েছে। তাই বিকেলের পর বাইরে বের হওয়ার কোনও উপায় নেই।

আরও পড়ুন-নর্থ-ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পাশে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা, ১২৬ যাত্রীকে পৌঁছে দিল এনবিএসটিসি

কাজেই পুজোর সময় এই এলাকার কচিকাঁচারা কীভাবে পুজোর আনন্দ করবে, সেকথা ভেবেই ১৬ বছর আগে তৎকালীন জলপাইগুড়ির বন আধিকারিক কল্যাণ দাসের উদ্যোগে তোতাপাড়া বনবস্তিতে শুরু হয় দুর্গাপুজো। জঙ্গলের মাঝে পুজোর আয়োজন এই কারণে মা দুর্গা এখানে বনদুর্গা হিসেবে পূজিতা হয়ে আসছেন। এই পুজোর বিশেষ গুরুত্ব হল পূজোতে বনাধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ। গত বছর এই পুজোর উদ্বোধন করেছিলেন জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভি। এবারেও তিনি আসবেন বলে জানিয়েছেন। কল্যাণ দাস (বর্তমান বন দফতরের স্পেশ্যাল অন ডিউটি পদে আসীন) জানান বন বস্তিবাসীদের কথা চিন্তা করেই এই পুজোর শুরু হয়।

Latest article