পাঁচ দশক ধরে জ্যোতিভূষণের হাতেই পুজো নেন দেবী

ডুয়ার্সের প্রাচীনতম পুজো গয়েরকাটার রিডিং ক্লাবের। আর এই ক্লাবে দীর্ঘ ৫০ বছর ধরে একটানা পুজো করে আসছেন একজনই পুরোহিতমশাই।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: একটানা একই পুজোয় ৫০ বছর ধরে পুজো করে আসছেন একই পুরোহিত। এমন নজির সত্যিই বিরল। ডুয়ার্সের প্রাচীনতম পুজো গয়েরকাটার রিডিং ক্লাবের। আর এই ক্লাবে দীর্ঘ ৫০ বছর ধরে একটানা পুজো করে আসছেন একজনই পুরোহিতমশাই। ডুয়ার্সের শতাব্দীপ্রাচীন ক্লাব গয়েরকাটা রিডিং ক্লাব।

আরও পড়ুন-দুর্গোৎসবে মানুষের পাশে তৃণমূল, নেই বিজেপি

ব্রিটিশ আমলে গয়েরকাটার কয়েকজন ব্যক্তির উদ্যোগে গয়েরকাটা রিডিং ক্লাবে শুরু হয়েছিল মায়ের পুজো। সেখানে গত ৫১ বছর ধরে পুজো করে আসছেন গয়েরকাটার প্রবীণ পুরোহিত জ্যোতিভূষণ চক্রবর্তী। বয়সের ভারে জরাজীর্ণ হলে পড়লেও এখনও শাস্ত্র মেনে মৃন্ময়ীর আরাধনায় নিজেকে অর্পণ করে চলেছেন তিনি। তাঁর চণ্ডীপাঠ এখনও নজর কাড়ে গয়েরকাটাবাসীর। ৬০-এর দশকের শেষের দিকে বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। ডুয়ার্সের জঙ্গল এবং চা-বাগান ঘেরা ছোট্ট জনপদ গয়েরকাটায় পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। ভারতে এসেই এই ক্লাবের পুজোর সাথে যুক্ত হন। বাংলাদেশে জাহ্নবী চৌধুরানি নামে এক জমিদার পরিবারের পুরোহিত ছিলেন তিনি।

আরও পড়ুন-ধরনা মঞ্চে বিজেপি নেতারা যেতেই তোপ দাগল তৃণমূল

গত ৫১ বছর ধরে গয়েরকাটা রিডিং ক্লাবে নিয়ম মেনে ও নিষ্ঠা সহকারে পুজো করেছেন তিনি। এই বিষয়ে পুরোহিত মশাই জানিয়েছেন, দীর্ঘদিন থেকে পুজো করার সুবাদে এই মন্দিরের সাথে তাঁর আবেগ জড়িয়ে গেছে। তাই শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, রিডিং ক্লাবের পুজো তিনি ছাড়তে পারবেন না।

Latest article