সোনার বাইবেল : আবেদন সায়ন্তিকার

বরানগরের প্রায় দেড়শো বছরের প্রাচীন রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের লাইব্রেরিতে থাকা সোনার বাইবেল সংরক্ষণের আর্জি জানালেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা

Must read

প্রতিবেদন : বরানগরের প্রায় দেড়শো বছরের প্রাচীন রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের লাইব্রেরিতে থাকা সোনার বাইবেল সংরক্ষণের আর্জি জানালেন স্থানীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরের কাছে ঐতিহাসিক ও বহুমূল্যের এই সম্পত্তি রক্ষা করার আবেদন জানান। চিঠিতে সায়ন্তিকা জানিয়েছেন, এই বইটি প্রকাশিত হয়েছিল সিটি রোড এবং আইভি লেন কোম্পানি লিমিটেড থেকে।

আরও পড়ুন-ফাঁস হওয়া অডিও ক্লিপে সেই ‘সাহেব’ কি সেলিম? প্রশ্ন

এটি এই বিদ্যালয়ের অন্যতম সবচেয়ে মূল্যবান সম্পত্তি। এই বিশেষ সংস্করণের দুটি কপি সমগ্র এশিয়ায় রয়েছে। এই বাইবেলের আরেকটি কপি গোয়ার একটি গির্জায় রাখা আছে। বইটির পাতাগুলি সোনা দিয়ে বাঁধানো। তাই সঠিক বৈজ্ঞানিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণের অভাবে এই পৃষ্ঠাগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দফতরের কাছে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পত্তিকে বাঁচানোর জন্য করতে চাই। তিনি আরও জানিয়েছেন, ১৮৬৫ সালের ১৯ মার্চ, রাজকুমারী মেমোরিয়াল গার্লস নামের হাইস্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন সমাজ সংস্কারক, ব্রাহ্ম সমাজের নেতা শশীপদ বন্দ্যোপাধ্যায়। তিনি ব্রিস্টলের প্রখ্যাত শিক্ষাবিদ মিস মেরি কার্পেন্টারের সংস্পর্শে আসেন। তাঁর আমন্ত্রণেই শশীপদবাবু স্ত্রী রাজকুমারী দেবীকে নিয়ে জাহাজে ইংল্যান্ড যান। সেখানেই মিস কার্পেন্টার শশীপদবাবুকে এই প্রাচীন বাইবেলটি উপহার দেন।

Latest article