এপার বাংলায় ইলিশ রফতানিতে সায় দিল বাংলাদেশ সরকার

Must read

প্রতিবেদন: পুজোর মুখেই সুখবর। বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ (Ilish)। প্রতিবেশী বাংলাদেশ সরকারের ঘোষণায় খুশির হাওয়া এপার বাংলার ইলিশপ্রেমী ও মাছ ব্যবসায়ীদের মধ্যে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার সেই ঘোষণায় মুষড়ে পড়েছিলেন ইলিশপ্রেমীরা। কিন্তু এরই মধ্যে শনিবার বাংলাদেশ সরকারের তরফে ইলিশ (Ilish) রফতানিতে সবুজ সংকেত দেওয়ার ঘোষণা করা হল। সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত রফতানি ২ শাখার তরফে ঘোষণা করা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে রফতানিকারকদের অনুরোধের ভিত্তিতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হল। ২৪ সেপ্টেম্বরের মধ্যে রফতানিতে আগ্রহী সংস্থাগুলিকে সংশ্লিষ্ট সরকারি দফতরে আবেদন জানাতে বলা হয়েছে। এর আগে পুজের সময় ভারতে নিয়ম করে ইলিশ মাছ পাঠাতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ক্ষমতার হাতবদল হতেই এই রীতিতে ছেদ পড়েছিল। ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা। কিন্তু আচমকাই সেই সিদ্ধান্ত থেকে সরে এল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন- বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কুণাল-দেবাংশু, ত্রাণ নিয়ে কথা বললেন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে

Latest article