প্রতিবেদন : জটিলতা তৈরি করেই চলেছেন রাজ্যপাল বোস (CV Ananda Bose)। বিশেষ অধিবেশন ডেকেও তা বাতিল করতে হল বিধানসভাকে। কারণ রাজ্যপাল অনুমোদন দেননি। তিনি যেকোনও বিষয়েই অকারণ জটিলতার দিকে ঠেলে দিচ্ছেন বারবার। রাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধি-সংক্রান্ত সংশোধনী বিধানসভায় পাশ করানো গেল না। সূত্রের খবর, অনুমোদনের জন্য দিন তিনেক আগেই এই বিল রাজভবনে পাঠানো হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই বিলে সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
পূর্বনির্ধারিত সূচি মেনেই সোমবার বেলা বারোটায় বিধানসভার অধিবেশন শুরুর পর বিল দুটি আনুষ্ঠানিকভাবে সভায় পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বিলের ওপর কোনও আলোচনা হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, একজন প্রাক্তন বিধায়কের মৃত্যুর কারণে বিল পাশের প্রক্রিয়া স্থগিত রাখা হল। আগামী ৪ ডিসেম্বর এই বিলের ওপর আলোচনা হবে। পরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যপালের সম্মতি মিললে ফের বিশেষ অধিবেশন ডেকে বিল পাশ করানো হবে।
আরও পড়ুন- ডায়মন্ড হারবার: ২৪-এ ৪ লক্ষ পেরোতে হবে, জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক
বিধানসভায় দাঁড়িয়েই মন্ত্রী-বিধায়কদের বেতন ও ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা বাস্তবায়িত করার জন্য বিধানসভায় বিল পাশ করাতে হয় সরকারকে। পুজোর আগেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিতে চেয়েছিল নবান্ন। তাই একদিনের জন্য সোমবার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়। এই পরিস্থিতিতে কী করণীয়, তা ঠিক করতেই বিধানসভার বিএ কমিটির বৈঠকে বসে। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল (CV Ananda Bose) বিল সই না করায় আজ এই নিয়ে বিধানসভায় কোনও আলোচনা করা যাবে না। বিল পেশ করা হবে ঠিকই। কিন্তু প্রস্তাবিত বিল নিয়ে আলোচনা বা ভোটাভুটি হবে না।