বাসুদেব ভট্টাচার্য জলপাইগুড়ি: চেনা শহরে এসে আপ্লুত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার নিজের পুরনো কাজের জায়গা জলপাইগুড়ি ক্লাব রোডের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মেন ব্রাঞ্চে যান তিনি। নস্টালজিক হয়ে পড়েন। ৪৬ বছর আগের স্মৃতি বারবার নিজের কথায় এদিন বলেছেন তিনি। প্রাক্তন কর্মীদের অনেকের সঙ্গেই দেখা হয় তাঁর। ছিলেন রাজ্যপালের সহকর্মী বন্ধু অশোক রায়চৌধুরি। এক সময়ের সহকর্মী আজ রাজ্যের সর্বপ্রধান। তাই রাজ্যপালের সঙ্গে এদিন দেখা করতে এসেছিলেন পুরনো অনেক কর্মী।
আরও পড়ুন-কামব্যাক শীতের, নামল পারদ
রাজ্যপালকে বরণ করেন এসবিআইয়ের-এর চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা। উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার বীরেন্দ্র সিং, চিফ ম্যানেজার দীপক সিং সহ অন্য আধিকারিকরা। জলপাইগুড়ি স্টেট ব্যাঙ্ক-এর মেন ব্রাঞ্চে হেরিটেজ কর্নারের উদ্বোধন করেন রাজ্যপাল। রাজ্যপাল জানান আজ তিনি খুব আনন্দিত ও উচ্ছ্বসিত। স্টেট ব্যাঙ্কের পর রাজ্যপাল জলপাইগুড়ি আসাম মোড়ে অবস্থিত সেবাসদনে (মিশনারিজ অব চ্যারিটি পরিচালিত) যান। সেখানে আবাসিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এদিন রাজ্যপালকে সংবর্ধনা দেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। ছিলেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ জেলার অন্য আধিকারিকরা। জলপাইগুড়ির সফর সেরে দুপুর একটা নাগাদ শিলিগুড়ি ফিরে যান রাজ্যপাল।