বেনিয়ম, নোটিশ ফেরাতে বাধ্য হলেন রাজ্যপাল

Must read

প্রতিবেদন : পিছু হটল রাজভবন। রাজ্য সরকার নিয়োগ করেছিল উপাচার্য সাধন চক্রবর্তীকে। তাকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। বৃহস্পতিবার সেই নোটিশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে রাজ্যপালের তরফে হাইকোর্টে (Calcutta High Court) জানানো হয়। এর আগেই কোর্ট স্পষ্ট ভাষায় বলেছিল রাজ্যপালের বরখাস্তের নোটিশ আইনসম্মত নয়। বৃহস্পতিবার বিচারপতির অসন্তোষের মুখে রাজ্যপালের (Governor CV Ananda Bose) আইনজীবী হাইকোর্টকে জানান, শুক্রবারের মধ্যে নোটিশ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। উপাচার্য নিয়োগে রাজভবনের অতিসক্রিয়তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার হাইকোর্ট রাজভবনের কর্মপদ্ধতিকে প্রশ্নের মুখে ফেলে দিল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকার আদালতকে সম্মান করে। কিন্তু মাথায় রাখতে হবে উপাচার্য নিয়োগে যেমন রাজ্যের সম্মতির প্রয়োজন, তেমনি অপসারণ করলেও রাজ্যকে জানাতে হবে। ফের যদি এই ধরনের স্বেচ্ছাচারিতা এবং অবিমৃষ্যকারিতার কিছু ঘটে, তাহলে সরকারও কড়া পদক্ষেপ করতে দ্বিধা করবে না। গত ২৮ ফেব্রুয়ারি সাধন চক্রবর্তীকে তিন মাসের মেয়াদে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু দিন কয়েক আগেই রাজভবন তাঁকে সরিয়ে দিয়ে বলে, উপাচার্য নাকি ঠিকমতো কাজ করতে পারছেন না! মামলা হয়। উপাচার্য বলেন, এভাবে বহিষ্কার বেআইনি এবং কলঙ্কের। বিচারপতি কৌশিক চন্দও সহমত পোষণ করেন। উপাচার্য বৃহস্পতিবার কোর্টকে জানান, ১২ দিন তাঁর চাকরির মেয়াদ। তিনি রাজভবনের আচরণে অসম্মানিত তাই অব্যাহতি চান। শুক্রবারই পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।

আরও পড়ুন- বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Latest article