রাজ্যপালের ফের নোংরামি

কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই এদিন সরব হন রাজ্যপাল। যদিও বিধানসভা এবং লোকসভা ভোটেও এটাই দস্তুর বলে জানাচ্ছেন কমিশনের কর্তারা।

Must read

প্রতিবেদন : কলকাতা পুরভোটের ভোটগ্রহণকে কেন্দ্র করে ফের রাজনৈতিক নোংরামো শুরু করলেন রাজ্যপাল। রবিবার সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। গত শনিবার রাতেই রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়ে দিয়েছে পোলিং বুথে শুধুমাত্র জেড প্লাস স্তরের নিরাপত্তা পাওয়া ব্যক্তিরাই নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। কমিশনের এই সিদ্ধান্ত নিয়েই এদিন সরব হন রাজ্যপাল। যদিও বিধানসভা এবং লোকসভা ভোটেও এটাই দস্তুর বলে জানাচ্ছেন কমিশনের কর্তারা। রাজ্যপালের দাবি, এরাজ্যে যেহেতু মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস স্তরের নিরাপত্তা পান, সুতরাং তাঁদের কথা মাথায় রেখেই কমিশন ওই নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন-আদিবাসী গ্রামে ইকো পার্ক

রাজ্যপাল বলেন, ‘‘গতকাল গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এক নির্দেশ জারি করেন। নির্দেশে বলা হয়, পোলিং বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢুকতে পারবেন। আপনারা দেখেছেন, আমার নিরাপত্তারক্ষীরা সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করেছেন।’’ রাজ্যের রাজনৈতিকমহল অবশ্য বলছে, যে কোনও ভোটে জেড প্লাস নিরাপত্তার ব্যক্তিরা একজন নিরাপত্তারক্ষী নিয়ে বুথের ভিতর ঢুকতে পারেন। তবে সেক্ষেত্রে ওই নিরাপত্তারক্ষীকে সাদা পোশাকে থাকতে হবে এবং তিনি প্রকাশ্যে কোনও অস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

Latest article