বিনোদন

গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৩

সদলবলে ফিরছেন কমেডিয়ান কপিল শর্মা। আবারও দর্শকদের দেবেন ভরপুর বিনোদন। ২১ জুন থেকে নেটফ্লিক্স-এ দেখা যাবে তাঁর মেগা অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজন। স্ট্রিম হবে প্রতি শনিবার। কপিল এই শোয়ের প্রধান মুখ। তিনিই সঞ্চালক। শোয়ের তরফ থেকে একটি প্রোমো মুক্তি পেয়েছে কিছুদিন আগে। সেখানে দেখা যাচ্ছে, কপিল তাঁর সহকর্মীদের একের পর এক ফোন করছেন। অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার এবং কিকু শারদাকে একসঙ্গে কনফারেন্সে নিয়ে কপিল তাঁর বক্তব্য শুরু করেন। প্রথমেই অর্চনাকে ‘বেবি’ সম্বোধন করে জিজ্ঞাসা করেন, তিনি কোথায় আছেন? অর্চনা বলেন, ব্যাঙ্কে লোন নিতে এসেছি! এবার কপিল সকলকে জিজ্ঞাসা করেন, কেউ কিছু ইউনিক করতে পারেন কি না? অর্চনা, সুনীল, কৃষ্ণা ও কিকু নিজেদের মতো উত্তর দেন, যা একেবারেই কপিলের পছন্দ হয় না। সবশেষে সকলের ওপর বিরক্তির ভান করে তিনি ফোন রেখে দেন। এরপরেই দর্শকদের উদ্দেশ্যে বিশেষ চমক প্রকাশ করে তিনি জানান, কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ‘দ্যা কপিল শর্মা শো’, যেখানে এবার কমেডিয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের ট্যালেন্ট প্রকাশ করার সুযোগ পাবেন। প্রোমোয় মজার ছলে কপিল ফোন কেটে দিলেও, তাঁর এই শোয়ে থাকছেন সুনীল গ্রোভার, অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা প্রমুখ।

আরও পড়ুন-মার্করামের সেঞ্চুরি, ট্রফি জয়ের হাতছানি

বড় খবর, প্রায় ৬ বছর পর কপিলের শোয়ে ফিরছেন প্রাক্তন ক্রিকেট তারকা নভজ্যোৎ সিং সিধু। তৃতীয় সিজনের ঝলকেই দেখা গেছে তাঁকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তাঁর ঘরে ফেরা হচ্ছে। কখনও বিখ্যাত সংলাপ, কখনও-বা দমফাটা হাসি— সব মিলিয়ে কপিলের শোয়ের অনন্য অংশ ছিলেন সিধু। তাঁর শোয়ে প্রত্যাবর্তন নিয়ে একটি মজাদার ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছে নেটফ্লিক্স। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অর্চনা পূরণ সিং যখনই জানতে পারেন যে সিধু বিচারক হয়ে ফিরে এসেছেন, তখন তিনি হতবাক হয়ে যান এবং রসিকতায় অজ্ঞান হয়ে যান। কপিল অর্চনাকে উত্ত্যক্ত করছেন যে, এখন সিধু তাঁকে কথা বলতেও দেবেন না। এর পরে, তাঁর বিখ্যাত কাব্যিক শৈলীতে প্রবেশ করেন সিধু এবং বলেন, ‘গুরু, আমরা এই আশিয়ানাকে একসঙ্গে সাজিয়েছি, অতীত আবার ফিরে এসেছে। মানুষের ভালোবাসায় আমাকে টেনে আনা হয়েছে।’
২০১৯ সালে নানা বিতর্কের কারণে নভজ্যোৎ সিং সিধু শো ছাড়েন। তাঁর জায়গায় আসেন অর্চনা পূরণ সিং। দ্বিতীয় সিজন থেকেই কপিল সিধুর ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। শোয়ের তৃতীয় সিজনে সিধুর কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল উত্তেজনা। সিধুর সঙ্গেই থাকছেন অর্চনা। তিনিও হাসতে ভালোবাসেন। হাসাতেও ভালোবাসেন। অর্থাৎ একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। সিধু এবং অর্চনা জুটি বেঁধে দর্শকদের তুমুল আনন্দ দেবেন মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সুনীল গ্রোভারও একটা সময় এই শো ছেড়ে চলে গিয়েছিলেন। কপিলের সঙ্গে বিবাদের কারণে। মান-অভিমান ভুলে দীর্ঘ সময় পর সুনীল স্বমহিমায় শোয়ে ফিরে আসেন। তাঁর উপস্থিতি শোয়ে বাড়তি অক্সিজেন দিয়েছে।
এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন বলিউড মেগাস্টার সলমন খান। সিধুই স্বাগত জানাবেন ভাইজানকে। ইতিমধ্যে হয়ে গেছে শ্যুটিং। সেই পর্বের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিধু নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘গ্রেট খানের সঙ্গে, সুলতানদের সুলতান!’ ছবিতে সলমনকে তাঁর ট্রেডমার্ক বিইং হিউম্যান টি-শার্ট এবং কালো ফেইড জিনস পরা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁকে গান গাইতেও দেখা যাচ্ছে কপিলের সঙ্গে।
প্রসঙ্গত, অতিথি হিসেবে বেশ কয়েকবার কপিলের শোয়ে এসেছেন সলমন খান। কখনও একা, কখনও সোনম কাপুর, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ প্রমুখ নায়িকার সঙ্গে। এসেছেন মূলত ছবির প্রচারে। একটি এপিসোডে সলমন এসেছিলেন বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এবং দুই ভাই আরবাজ ও সোহেলের সঙ্গে। সেই পর্বটিকে সিধু তাঁর জীবনের সেরা পর্ব বলে অবিহিত করেছিলেন। অতিথি হিসেবে আসার পাশাপাশি এই শোয়ের প্রযোজকের ভূমিকাও পালন করেছেন বলিউড সুলতান।

আরও পড়ুন-নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আন-এবল টু লিফ্ট পাইলটের শেষ কথাতেই লুকিয়ে রহস্য, সদুত্তর নেই প্রধানমন্ত্রীর

এবারের শোয়েও থাকছে আগের মতো মজার চরিত্র এবং মিমিক্রির রসদ। জানা গেছে, দ্বিতীয় সিজনের মতো তৃতীয় সিজনেও সুনীল গ্রোভার এবং কৃষ্ণা অভিষেক একসঙ্গে অভিনয় করবেন। তাঁরা করবেন সলমন খান ও শাহরুখ খানের ‘করণ অর্জুন’ ছবির চরিত্রের মজাদার মিমিক্রি।
সলমন খানের সঙ্গে ছবি শেয়ারের পাশাপাশি সিধু একই সঙ্গে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। তাঁরা হলেন গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল ও অভিষেক শর্মা। সম্ভবত এঁদেরও দেখা যাবে শোয়ে।
স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মধ্যে অন্যতম হলেন কপিল শর্মা। শুধু সাধারণ মানুষ নন, বহু জনপ্রিয় তারকা তাঁর শোয়ের ভক্ত। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গ্রেট ইন্ডিয়ান কপিল শো ৩’ আগের তুলনায় আরও আকর্ষণীয়, আরও বর্ণময় হতে চলেছে। কেউ মিস করবেন না।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

41 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago