সংবাদদাতা, দার্জিলিং : রাজ্য সরকারকে সঙ্গে নিয়েই দার্জিলিং পুরসভা চালাতে চায় হামরো পার্টি (Hamro Party)। মঙ্গলবার প্রশাসনিক রীতি মেনেই দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality) বোর্ড গঠন হয়। তিন মাস আগে তৈরি হওয়া দার্জিলিংয়ের নতুন দল হামরো পার্টি ১৮টি আসন পেয়ে বোর্ড গঠন করল দার্জিলিং পুরসভায়। তবে এদিন দার্জিলিং পুরসভার ৩২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। দার্জিলিংয়ের মহকুমা শাসক দুলেন রায় প্রত্যেক কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করিয়েছেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠের পরেই হামরো পার্টির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতেশ পোর্টেল দার্জিলিং পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন। এছাড়াও হামরো পার্টির (Hamro Party) পক্ষ থেকে এদিন দার্জিলিং পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াগনি শেরপার নাম ঘোষণা করেছে। এদিন হামরো পার্টির ১৮ জন কাউন্সিলর সহ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ৯ জন কাউন্সিলর, গোর্খা জনমুক্তি মোর্চার ৩ জন এবং তৃণমূল কংগ্রেসের (Trinamool COngress) ২ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। তবে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর রীতেশ পোর্টেল বলেন, ‘‘আমরা নতুন দার্জিলিং তৈরি করব। তবে রাজ্য সরকারের সাহায্য ছাড়া কোনও কিছুই সম্ভব না।’’
আরও পড়ুন-মেডিক্যালে নয়া ভবন